টিভি ২০ বাংলা মুর্শিদাবাদ : একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ কেড়ে নিচ্ছে অসচেতন মানুষদের। ফের লড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার অন্তর্গত কান্দ্রা মোড়ে। মৃত ব্যক্তির নাম গৌতম সাহা। এর পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গৌতম সাহা নামে ওই মৃত ব্যক্তির বাড়ি ভরতপুর এলাকায় বলে জানা গিয়েছে। সালার থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কান্দি থানার মহকুমা হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তৎপর পুলিশকর্মীরা। ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কান্দ্রা মোড় সংলগ্ন এলাকায়।