অমিত জীবন রায়, উত্তর দিনাজপুর :- চোপড়ার মাটিতে তৃণমূল যে তাদের দলকে আরো শক্তিশালী করতে ময়দানে নেমে পড়েছে তা ইদানিং প্রলক্ষীত তৃণমূল এর বিভিন্ন আঞ্চলিক সন্মেলন দেখে। শনিবার দুপুর দুটো থেকে চোপড়া ব্লকের ঘীর্নীগাও গ্রাম পঞ্চায়েতের কোটগছ হাইস্কুলে অনুষ্ঠিত হলো ঘীর্নীগাও অঞ্চল তৃণমূল সন্মেলন। উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন চোপড়ার MLA হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতিরঞ্জনে ঘোষ, গ্রাম পঞ্চায়েতে সভাপতি আজহারউদ্দিন, যুব নেতা জিয়াউল হক, ডিষ্ট্রিক মেম্বার tmc কামালউদ্দিন, সহ সভাপতি চোপড়া সঞ্জয় সিংহ, tmcচোপড়া মহিলা প্রেসিডেন্ট আশমাতারা বেগম ও জেলা tmcসদস্য জীবন রায় জাকির আবেদীন চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এই দিনের সন্মেলনে এসে MLA হামিদুল রহমান জানান যে – “গেলোবার ঘীর্নীগাও অঞ্চলে বিরোধীরা টিকিট দিবার লোক পায়নি, ঘীর্নীগাও বিরোধী শূন্য পঞ্চায়েত হবে, বরিষ্ঠ কংগ্রেস নেতার বিজেপিতে যাওয়ার পর আবারও বিজেপি দলত্যাগ কড়া অশোক রায় তৃণমূলে এলে নিবেন কিনা এই বিষয়ে যানতে চাইলে তিনি জানান উপরে হাইকামান্ড সেই বিষয় যানে। এই মঞ্চ থেকেই তৃণমূল নেতা অসীম মুখার্জি তীব্র ভাষায় অশোক রায় কে কটাক্ষ করতে ছাড়েন নি। ঘীর্নীগাও অঞ্চল প্রেসিডেন্ট আশরাফুল হক জানান – ব্লকে যতোগুলি সন্মেলন হয়েছে তাতে MLA আমাদেরকে 1নম্বর করে গেলেন। আমাদের সন্মেলন সফল হয়েছে। তিনি আরো জানান যে ঘীর্নীগাও রীতিমতো সাজানো রয়েছে।
অনুষ্ঠিত হলো ঘীর্নীগাও তৃণমূল আঞ্চলিক সন্মেলন 2022।
MORE NEWS – কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছর ব্যাপী ডিপ্লোমা কোর্স করানো হয়, জেলার সার , বীজ, কীটনাশক এর ইনপুট ডিলারদের।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : জেলার সার, বীজ, কীটনাশক এর ইনপুট ডিলারদের আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছর ব্যাপী ডিপ্লোমা কোর্স করানো হয়। যার নাম ডিপ্লোমা ইন এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যার মুখ্য কার্যালয় হায়দেরাবাদ এর মেনেজ নামক সংস্থা। এই বছর একটি ব্যাচে 40 জন করে , 80 জন এর 2 টো ব্যাচ চলেছে, তাদের আজ বার্ষিক পরীক্ষা ছিল। ভারত সরকারের আইন অনুযায়ী এই কোর্স না করলে আর কোন সার, বীজ, কীটনাশক এর ব্যবসায়ীদের লাইসেন্স রিনিউ হবে না। পরিসংখ্যানে দেখা গেছে ভারতবর্ষের ৮০০ জন চাষি পিছু ১ জন কৃষি সম্প্রসারণ অধিকর্তা কর্মরত। CONTINUE READING