Saturday, December 7, 2024
- Advertisement -

অপহরণ করে নিয়ে যাওয়ার সময় চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ এক যুবকের।

- Advertisement -

ডেস্ক রিপোর্ট :-

অপহরণ করে নিয়ে যাওয়ার সময় চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায়। জানা গেছে ওই যুবকের নাম দিলীপ মন্ডল। বাড়ি কালিয়াচক থানার রাজনগর এলাকায়। তার অভিযোগ তাকে পিকআপভ্যান করে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির ভেতরেই থাকে গলাটিপে খুন করার চেষ্টা করা হয়েছিল। শেষমেষ পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ দেয় সে। এরপর স্থানীয় বাসিন্দা এবং সিভিক ভলেন্টিয়ার এসে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তবে যুবকের পরিবার সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবক। তাকে বাড়ি নিয়ে আসা হচ্ছিল। সেই সময় চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ দেয় সে। তবে এই ঘটনার পেছনে আসল রহস্য কি তার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments