Wednesday, January 22, 2025
- Advertisement -

ফেসবুক পোষ্ট ঘিরে তুলকালাম বেলডাঙা থানায় ইট বৃষ্টি, পরিস্থিতি সামাল দিতে শূন্যে কাদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ ।

- Advertisement -

টিভি 20 বাংলা ডেস্ক :-

প্রসঙ্গত হযরত মুহাম্মদ সাঃ এর সম্পর্কে বিজেপি নেত্রী জাতীয় মুখপাত্র নূপুর শর্মার এক কুরচিকর বিতর্কিত মন্তব্যে উত্তাল হয় রাজ্য রাজনীতি।  সেই বিতর্কিত মন্তব্যের আঁচ এসে পড়েছে এ রাজ্যেও । তবে এবার নুপূর শর্মার পর মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার এক তরুণীর ফেসবুক পোষ্ট ঘিরে তোলপাড় বেলডাঙ্গা থানা চত্বর । শুক্রবারের রাত্রিতে এক তরুনীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি নিল বেলডাঙা থানা চত্বর। জানা গিয়েছে বেলডাঙ্গা থানার সুরুলিয়া কলোনি এলাকার বাসিন্দা ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত একটি পোস্ট করে আর সেই বিতর্কিত পোস্টের পর ওই তরুণী শাস্তির দাবিতে সরব হয়ে বেলডাঙ্গা থানায় পুলিশকে ঘিরে ইটবৃষ্টি করে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিশেষ একটি ধর্মাবলম্বী মানুষ, বেলডাঙা থানায় পুলিশকে ঘিরে ইট বৃষ্টির ঘটনা সামাল দেবার জন্য বেলডাঙা থানার পুলিশ জমায়েত ভঙ্গ করতে শূন্যে টিয়ার গ্যাসের শেল ফাটায়। শুক্রবার সন্ধ্যায় কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় বেলডাঙা থানা চত্বর। বেলডাঙা থানায় মুর্শিদাবাদ পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ওই বিশেষ ধর্মাবলম্বী মানুষদের জমায়েত ভঙ্গ করা হয় এবং ওই তরুণীকে গ্রেফতার করে বেলডাঙ্গা থানার পুলিশ। যদিও এই ঘটনার জেরে মুর্শিদাবাদ পুলিশ জেলার কোন আধিকারিকের কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর থেকে বেলডাঙা থানা চত্বরে চাপা উত্তেজনা রয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments