Saturday, December 7, 2024
- Advertisement -

অপারেশন প্রয়াস এর মাধ্যমে হারানো মোবাইল প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিলো মুর্শিদাবাদ জেলা পুলিশ

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদ জেলা পুলিশের মাননীয় আরক্ষাধক্ষ্য, শ্রী কে. সবরী রাজকুমার মহাশয়ের উদ্যোগে, আজ “প্রয়াস” প্রকল্পের মাধ্যমে, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো ।

যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার দশম  দফায় স্পেশাল অপরেশন স্কোয়াড ও জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ইং ৬ই আগস্ট ২৮৬ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে জেলার মহকুমা পুলিশ আধিকারিকগণ ও সহকারী আরক্ষাধক্ষ্য-এর উপস্থিতিতে এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকগণ এলাকার প্রকৃত মালিকের  হাতে তুলে দেন। হারানো মোবাইল পুনরায় ফিরে পেয়ে মোবাইল মালিকগণ ভীষণ খুশি হন এবং পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, প্রথম দফায় ৭২টি, দ্বিতীয় দফায় ১০৪ টি, তৃতীয় দফায় ১১০ টি,  চতুর্থ দফায় ১৫৪টি, পঞ্চম দফায় ২১৫টি,  ষষ্ঠ দফায় ২৯৯টি,  সপ্তম দফায় ২০৫টি এবং অষ্টম দফায় ২১৮টি এবং নবম দফায় ২৩৫ টি, দশম দফায় ২৮৬ টি । মোট ১৮৯৮ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments