টিভি ২০ বাংলা ডেস্ক :- মোদি মমতা সেটিং ! পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।সিপিএম এবং কংগ্রেস এই বৈঠক কে “সেটিং” বলে আখ্যা দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সেটিং তত্ত্বের পাল্টা জবাব দিতে গিয়ে বলেছেন, “অপেক্ষা করুন বুঝবেন কি ভয়ংকর সেটিং হয়েছে”। চুঁচুড়ার এক প্রতিবাদী দলের সভা থেকে এই মন্তব্য করা হয়েছে। সুকান্ত মজুমদার আরোও বলেছেন,” বিরোধীরা সেটিং তত্ত্ব চালাচ্ছে, আমি বলছি ১৫ দিন অপেক্ষা করুন কি ভয়ংকর সেটিং হয়েছে সেটা ১৫ দিন পর দেখতে পাবেন”।
“মাননীয়া মুখ্যমন্ত্রী হাজার কোটি টাকার লিস্ট বানিয়ে নিয়ে গেছেন”বক্তব্য সুকান্তর। সুকান্তর দাবি, “আমাদের সঙ্গে তৃণমূলের কোন সেটিং হতে পারে না, কারণ ২০০ জন কর্মীর বলিদান এর হিসেব আমরা নেব। আর যতক্ষণ না সেই হিসাব আমরা নিতে পারছি ততদিন আমাদের লড়াই চলবে”। দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড়া হবেনা বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তিনি দেখা করবেন। সুকান্ত মজুমদার অভিযোগের সুরে জানিয়েছেন- “আসলে সেটিংস তো বিরোধীদের সঙ্গে”। এদিন ইডির সম্পর্কেও মন্তব্য রেখেছেন তিনি। লোকসভার অনুমতি পেলে সুকান্ত মজুমদার, অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সুকান্ত মজুমদারের দাবি তিনি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে সব ঘটনা বিশ্লেষণ করে বলবেন এবং পরবর্তীকালে দেখা যাবে একটার পর একটা অপরাধীদের শাস্তি হচ্ছে।