টিভি ২০ বাংলা ডেস্ক :- ইন্ডিয়ান মিউজিয়ামে গুলির তান্ডবে অবশেষে আত্মসমর্পণ করল অভিযুক্ত জওয়ান। প্রায় দেড় ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর অক্ষয়কুমার মিশ্র ধরা দিলেন কলকাতা পুলিশ বাহিনীর কাছে। মোট ১৫ রাউন্ড গুলি চালিয়েছিলেন তিনি তাঁর #AK47 দিয়ে।
নানারকম পরিকল্পনা করেছিল কলকাতা পুলিশ বাহিনী তাকে ধরার জন্য। অবশেষে কলকাতা পুলিশ কমিশনারের নেতৃত্বে তাকে বাগে নিয়ে আসতে পেরেছেন তারা। অভিযুক্ত জওয়ান ওডিশার বাসিন্দা। তাঁর এলোপাথারী গুলিতে মৃত্যু হয়েছে রঞ্জিতকুমার সারেঙ্গী নামে এক অফিসারের। আহত হয়েছেন সুবীর মিশ্র নামে আরো এক অফিসার। যিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মানসিক অবসাদের জেরেই তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ কমিশনার বিনিত গোয়েল সংবাদমাধ্যমে জানান,” সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ আমাদের কাছে খবর আসে। জানতে পারি ভারতীয় জাদুঘরের ভিতরে গুলি চলেছে। এরপর ডিসি সেন্ট্রাল এবং আমাদের বাহিনী সেখানে উপস্থিত হয়। সিআইএসএফ এর সাথে কথা বলেই আমরা তাঁকে গ্রেপ্তার করেছি। একজন অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে এবং একজন অ্যাসিসটেন্ট কম্যাডান্ট পদের অফিসার আহত হয়েছেন।”
কিছুদিন আগেই জুন মাসে পার্কসার্কাসে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল কলকাতা পুলিশের একজন কর্মী চৌদুপ লেপচা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন মহিলার। এরপর নিজের রিভলভার থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই পুলিশকর্মী।