মুর্শিদাবাদ, মেহেবুব মাসুম:- তীব্র গরমের প্রবল দাবদাহ থেকে কিছুটা মুক্তি পেল রাজ্য । হালকা ঝড়ো হাওয়ার সাথে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিরও আভাস দেখা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এপ্রিলের তাপমাত্রা পারদ ৪০° ডিগ্রী-র উপরে! গ্রীষ্মের প্রবল দাবদাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এমনকী, তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল রাজ্যে। এবং তাপপ্রবাহ থেকে এবার কিছুটা স্বস্তির নিশ্বাস নিল রাজ্যে। আজ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া দেখা যায় , তার সাথে রয়েছে বৃষ্টির সম্ভবনা যে ছবি আপনারা দেখছেন। সেটা মুর্শিদাবাদ জেলার জলঙ্গির চোয়াপাড়া এলাকার ছবি। সেখানে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল হাওয়া সঙ্গে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি ।অবশেষে স্বস্তির ,অবশেষে স্বস্তির
অবশেষে স্বস্তির দেখা মিললো দক্ষিণবঙ্গে।
MORE NEWS – ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক।
Tv20 Bangla:- ছাতনা বিধানসভার প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক এর নিজস্ব তহবিল থেকে মেট্যালা ও ধবন গ্রাম পঞ্চায়েত এর হাতে নতুন দুটি এম্বুলেন্স তুলে দেওয়া হয়। মেটালা প্রধান মানিক কর এবং ধবনের প্রধান মহাশ্বেতা মন্ডলের হাতে আজ ছাতনা ব্লক অফিস চত্বরে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক। মেটালা ও ধবন পঞ্চায়েতের সভার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এম্বুলেন্স এর, সেই সমস্যা মিটলো বলে জানান জেলা সহ-সভাপতি স্বপন মন্ডল। পাশাপাশি এদিন কৃষি কলেজ এর উন্নতি কল্পে প্রিন্সিপাল স্যারের হাতে নতুন চারচাকা গাড়ির চাবি তুলে দেন প্রাক্তন বিধায়ক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি স্বপন মন্ডল, CONTINUE READING
MORE NEWS – বিধায়ক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন।
নদীয়া, মাধব দেবনাথ:- শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ ও শান্তিপুরে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর অভিনব উদ্যোগ। শুক্রবার শান্তিপুরের অতি প্রবীণ মানসিক ভারসাম্যহীন বলাই ট্রাফিক বলে পরিচিত এক ব্যক্তির কেক কেটে জন্মদিন পালন করলেন বিধায়ক ও নবজাগরণের সদস্যরা। শুক্রবার সকালে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রথমে চুলদাড়ি কাটিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে প্রবেশ করানো হয় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়ির কার্যালয়ে। সেখানেই অভিনবভাবে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন করলেন সকলেই। CONTINUE READING