নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- অভিনব পদ্ধতিতে বড়জোড়ায় রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো বড়জোড়া ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস। আজ বড়জোড়া অডিটোরিয়াম হল থেকে চৌমাথা পর্যন্ত ৪টি মহিষের গাড়ি নিয়ে তার মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার উনুন মোটর বাইক চাপিয়ে মিছিল করে সংগঠনের সদস্যরা। এই মিছিলে নেতৃত্ব দেন বাঁকুড়া জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আশুতোষ মুখোপাধ্যায় বড়জোড়া বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ বড়জোড়া ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক ব্যানার্জি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্বে পেট্রো পণ্যের মূল্য না কমালে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই সারা রাজ্য জুড়ে তৃণমূল সমর্থিত এই সংগঠনের জনগণ পথে নেমেছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তারা জানিয়েছে।
অভিনব পদ্ধতিতে বড়জোড়ায় রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো।
MORE NEWS – Pandabeswar পাণ্ডবেশ্বরের প্রাচীনতম দেবদেবীর মন্দিরের প্রান প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়।
পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:- পাণ্ডবেশ্বরের নতুন শোনপুরে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়।
খনি সম্প্রসারণ এর কারনে সোনপুর গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয় হরিপুর সংলগ্ন এলাকায়। এলাকাটির নামকরণ হয় নতুন সোনপুর নামে। পুরনো গ্রাম থেকে দেব দেবীদের এনে নতুন গ্রামে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মঙ্গলবার। তাই নতুন সোনপুর গ্রামে সপ্তাহব্যাপী ধর্মের অনুষ্ঠান চলছে। শুক্রবার সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন আসানসোলের প্রাপ্তন এমপি ও বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় সাথে ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই ধর্মীয় অনুষ্ঠান থেকে বাবুল সুপ্রিয়কে শপথ গ্রহণের প্রশ্ন করতে তিনি বললেন ট্রেনের রিজার্ভেশন পাক্কা ব্রাথ নম্বরপত্র সেটাও আমি জানি ছোট থেকে দেখে আসছি ট্রেন লেট হয়। CONTINUE READING
হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।
অভিনব কায়দায় দুই প্রতারক কে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ।