নিজস্ব সংবাদদাতা :-অবশেষে ২৪ ঘণ্টা পর জামিন পেলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। আজ তাঁকে আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলা আদালতে পেশ করা হলে সেখানে তাঁর জামিনের জন্য আবেদন করেছিলেন তৃণমূলের আইনজীবীরা। শেষ পর্যন্ত জামিন পান যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। আজ জামিন পাওয়ার পর সায়নী ঘোষ জানিয়েছেন, “ত্রিপুরায় অপশাসন চলছে। মানুষ দেখছে, মানুষ বিচার করবে। পুলিশ, সিআরপিএফ দিয়ে টার্গেট করা হচ্ছে।” ।
আজ সকালেই সায়নীকে দেখতে থানায় পৌঁছে গিয়েছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সুস্মিতা দেবরা। সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় বসু, শঙ্কর লোধ এবং অগ্নিশ বসুও। থানায় সায়নীর সঙ্গে বেশ কিছুক্ষণ আইনি আলোচনায় করেন ওই তিন আইনজীবী। এরপর আজ দুপুরে সায়নীকে আদালতে পেশ করা হলে সেখানে তাঁর জামিনের জন্য আবেদন করেছিলেন আইনজীবীরা। শেষ পর্যন্ত আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।
অমিত শাহর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা, জামিন পেলেন সায়নী ঘোষ
ত্রিপুরাতে সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জয় হিন্দ বাহিনীর
চার দফা দাবি নিয়ে সোনামুখী পৌর প্রশাসককে ডেপুটেশন দিল সোনামুখী পৌরসভার অস্থায়ী শ্রমিক সংগঠন
কৃষি বিল প্রত্যাহারে কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দাস ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথ সভা
সরকার পক্ষের আইনজীবীর তৃণমূল যুব নেত্রীর দুই দিনের পুলিশি হেফাজতের দাবি জানান। উল্লেখ্য, অভিযোগকারীর বক্তব্য ছিল, সায়নী নাকি গাড়ি থেকেই তাঁর দিকে ঢিল ছুড়েছিলেন। এদিকে তৃণমূল নেত্রী সায়নী ঘোষের পক্ষের আইনজীবী শঙ্কর হালদার জানিয়েছেন, “আমরা ৪৩৭ ধারার ১ নম্বর উপধারার আওতায় তাঁর জামিন চেয়েছি। যদিও পুলিশ দুই দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু লিখিত অভিযোগের সঙ্গে যা বলা হচ্ছে তা মিলছে না।” প্রতিনিয়ত সে রাজ্যে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, তাতে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে দলীয় নেতৃত্ব। উল্লেখ্য, ত্রিপুরার ঘটনা নিয়ে আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করেন তৃণমূল সাংসদরা।