Tuesday, March 25, 2025
- Advertisement -

অশোকনগরের পরে এবার দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে বিষাক্ত গ্যাস বিস্ফোরণে ৫ যুবকের মৃত্যু আহত ৪৷

- Advertisement -

উত্তর ২৪ পরগনা, দেগঙ্গা, নিশীথ দাস এর রিপোর্ট TV-20 বাংলা:- অশোকনগরের পরে, এবারে উত্তর ২৪ পরগনা দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে পাঁচ যুবকের বিষাক্ত গ্যাস বিস্ফোরণ হয়ে ম্যানহোলের মধ্যে মৃত্যু হল। পাশাপাশি এই ঘটনায় আরও চারজন যুবক আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা দেগঙ্গা এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতরা হলেন ওমর ফারুক বয়স ৩১, সামিউল ইসলাম বয়স ১৭, নুর নগর গ্রাম পঞ্চায়েতের ফাজিলপুরের বাসিন্দা, নিজামুদ্দিন সাহাজি আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের রায় পুরের বাসিন্দা, সরাফাতা আলি ও মিরাজুল ইসলাম দেগঙ্গা -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় গত ৮ মাস আগে কর্নাটকের ম্যাঙ্গালোরের দক্ষিণ কন্নাড়া জেলার ভাজপে থানার অন্তর্গত এলাকায় দিনমজুরের কাজ করতে যায় এই পাঁচ যুবক। এখানে একটি মাছের কোম্পানিতে মাছ প্যাকেজিং এর কাজ করতো।

রবিবার রাতে যুবকদের পরিবারের কাছে খবর পৌঁছায় তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর জানতে চাওয়া হলে জানা যায় সেখানে একটি ম্যানহোলে ড্রেন পরিস্কার করতে নেমেছিল এরপর ভিতরে বিষাক্ত গ্যাসের বিস্ফোরণ হয় এক বন্ধু নামার পরে আরেক বন্ধুর উপরে উঠছে না দেখে সেও নিচে নেমে যায় এভাবে পাঁচ বন্ধু গ্যাস বিস্ফোরণে তাদের মৃত্যু হয়। খবর পৌঁছাতেই যুবকদের পরিবারে শোকের ছায়া নেমেছে, ইতিমধ্যে মৃতের বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ৷ পাশাপাশি রবিবার রাতেই প্লেনে করে নিহত যুবকদের পরিবারের লোকজন ম্যাঙ্গালোরের দক্ষিণ কন্নড়া এলাকায় মৃতদেহ আনার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে।

অশোকনগরের পরে এবার দেগঙ্গায় ভিন রাজ্যে কাজে গিয়ে বিষাক্ত গ্যাস বিস্ফোরণে ৫ যুবকের মৃত্যু আহত ৪৷

MORE NEWS – আগুনে পুড়ে ছাই আস্ত বাড়ি জামুড়িয়াতে ফায়ার স্টেশন নির্মাণের দাবী।

কাজল মিত্র:- জামুড়িয়া থানার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাগান ধাউড়ার বাসিন্দা রবিলাল ধিবরের বাড়িতে আগুন লেগে পুরো বাড়িটি পুড়ে ছাই। ঘটনার খবর দেওয়া হয় আসানসোল ও রানিগঞ্জ দমকল বিভাগকে।আছড়া জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল বিভাগকে ঘটনার খবর দেওয়া হলেও অনেক দেরিতে দমকলের ইঞ্জিন এসে পৌঁছালে ততক্ষনে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক পর দমকল এলে শেষের দিকে আগুন নেভানোর কাজে লাগে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments