আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠিকা রমা মুখোপাধ্যায় প্রয়াত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছু দিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। রমা মুখোপাধ্যায়ের সংবাদপাঠ শ্রোতারা খুব পছন্দ করতেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতেও তাঁর অসাধারণ ব্যুৎপত্তি ছিলো। আকাশবাণী কলকাতা ও দিল্লির সঙ্গে যুক্ত বিশিষ্ট এই কণ্ঠশিল্পী, আকাশবাণী দিল্লির সংবাদ সেবা বিভাগে বাংলা সংবাদ পাঠিকা হিসেবে যোগ দেন ৭০ এর দশকের শেষের দিকে। ১৯৯৬ এ কর্মজীবন থেকে অবসর গ্রহণের পরেও আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অসুস্থতা, লেখালেখির জগৎ থেকে রমা মুখোপাধ্যায়কে বিচ্ছিন্ন করতে পারেনি। মৃত্যুর মাত্র মাস খানেক আগে তাঁর কবিতা গল্প উপন্যাস ও ভ্রমণ কাহিনীর সংকলন ত্রিধারা প্রকাশিত হয়।
আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠিকা রমা মুখোপাধ্যায় প্রয়াত।
আসাউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ
More News- টিকাকরণের প্রক্রিয়া আজ থেকে মানিকচকে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের।
পার্থ ঝা, মানিকচক মালদা :- বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের টিকাকরণ প্রক্রিয়া।সোমবার, থেকে দেশ জুড়ে শুরু হল স্কুলের পড়ুয়াদের প্রথম ধাপের টিকাকরণ। মালদা মানিকচক ব্লকের অন্তর্গত এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয়ের ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকা দেওয়া হয়। পাশাপাশি করোনা নিয়ে সচেতনা মূলক বার্তা দেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় আমেদ। এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মানিকচক গ্রামীণ হাসপাতালে অভিজ্ঞ টিকাকর্মী সহ মানিকচক পুলিশ প্রশাসন। স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। Continue Reading