Saturday, December 7, 2024
- Advertisement -

আগস্টেই রাজ্যে ফের ভোট ।

- Advertisement -

টিভি ২০ বাংলা ডেস্ক :-

আগামী ২১ অগাস্ট রাজ্যে আসানসোল ও বনগাঁ পুরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আসানসোল পুরসভার ৬নং ওয়ার্ড ও বনগাঁ পুরসভার ১৪নং ওয়ার্ডে নির্বাচন হবে।

বৃহস্পতিবার সকালে রাজ্য নির্বাচন কমিশনারের একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আগামী ২১ অগাস্ট রাজ্যে আসানসোল ও বনগাঁ পুরসভার একটি করে ওয়ার্ড এ উপনির্বাচন হবে। ভোটার মনোনয়ন দাখিল শুরু আজ অর্থাৎ ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত। ভোটার স্ক্রুটিনি হবে ৪ অগাস্ট এবং ৬ অগাস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ২৬ অগাস্ট ভোটের ফলাফল প্রকাশিত হবে বলে ধার্য করা হয়।

আসানসোল পুরসভার মোট পোলিং স্টেশন ১২ টি এবং মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৭৭৬ জন এবং বনগাঁ পুরসভার মোট পোলিং স্টেশন ৬টি এবং মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ৬ জন।

বর্তমানে আসানসোল পুরসভার মেয়র হিসাবে দায়িত্বে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান উপাধ্যায়। কিন্তু তিনি পুরনির্বাচনের কোনো প্রতিদ্বন্দীতায় ছিলেন না,তাকে যদি তার মেয়র পদ ধরে রাখতে হয়,তাহলে নির্ধারিত সময় ২৫ আগস্টের মধ্যে কোনো একটি ওয়ার্ডের কাউন্সিলর হতে হবে নইলে তিনি তার মেয়র পদ ধরে রাখতে পারবেন না। এবং এই কারণে দলের কথা মাথায় রেখেই আসানসোলের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন এবং সেই বোর্ডের হয়ে কাউন্সিলর হবার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন বিধান উপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments