অমিত জীবন রায়, উত্তর দিনাজপুর:- আগামী ২৮ ও ২৯ মার্চ ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের সমর্থনে শনিবার মিছিল করল কৃষক সভা ও CITU। কৃষক সভা এবং CITU যৌথ উদ্যোগে এদিন কনভেনশনও করা হয় চোপড়ায় CPIM দলীয় কার্যালয়ে। কনভেনশন শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গোটা চোপড়া বাজার পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন CITU জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, কৃষক সভা রাজ্য কমিটির সদস্য পরিতোষ রায়, সিপিআইএম এরিয়া ১ নং কমিটির সম্পাদক কার্তিক শীল, সিপিআইএম এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক বিষ্ণুপদ দাস প্রমূখ।তাঁরা জানান, পেট্রোপণ্যের দাম কমানো, দেশের সম্পত্তি বিক্রি বন্ধ, কৃষকদের ফসলের ন্যায্য দাম, বেকার যুবক-যুবতীদের চাকরি, বিড়ি শ্রমিকদের হাজার প্রতি ১৭৮ টাকা মজুরি, বিদ্যুৎ বিল কমানো সহ নানা দাবি রয়েছে।
আগামী ২৮ ও ২৯ মার্চ ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের সমর্থনে শনিবার মিছিল করল কৃষক সভা ও CITU।
MORE NEWS – বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক।
ডেস্ক রিপোর্ট :- বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আড়াইটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র ভবন ট্রাফিক সিগনালে। অভিযোগ, মালদা শহরের ৩৪ নং জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে রাখা ছিল বেসরকারি বাসটি। বাসের ড্রাইভার এবং খালাসী ঘুমাচ্ছিলেন ওই বাসের স্লিপারে। এইসময় অভিযুক্ত যুবক বাস চালু করে ৩৪ নং জাতীয় সড়ক ধরে কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় বাসের ড্রাইভার এবং খালাসীর ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক অফিসার প্রীতম সরকারের নেতৃত্বে আটক করা হয় বাসটি। CONTINUE READING
Women’s Day Special : সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।