কাজল মিত্র:- জামুড়িয়া থানার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাগান ধাউড়ার বাসিন্দা রবিলাল ধিবরের বাড়িতে আগুন লেগে পুরো বাড়িটি পুড়ে ছাই। ঘটনার খবর দেওয়া হয় আসানসোল ও রানিগঞ্জ দমকল বিভাগকে।আছড়া জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল বিভাগকে ঘটনার খবর দেওয়া হলেও অনেক দেরিতে দমকলের ইঞ্জিন এসে পৌঁছালে ততক্ষনে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক পর দমকল এলে শেষের দিকে আগুন নেভানোর কাজে লাগে। তা সত্ত্বেও বাড়িটির অনেক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। ঘটনার পরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শেখ দিলদার তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনি বলেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্যে জামুরিয়ায় একটি ফায়ার স্টেশন নির্মাণের দাবি জানান। আগুনে পুড়ে ছাই,আগুনে পুড়ে ছাই
তিনি বলেন, জামুদিয়ায় দমকল বিভাগ থাকলে হয়তো রবিলাল ধিবরের বাড়ির এত ক্ষতি হতো না। ক্ষতিগ্রস্ত রবিলাল ধীবর বলেন তার এখন মাথা গোঁজার নকোন ঠাই নেই এই বাড়িতেই পরিবারের সাথে থাকতেন কোনরকমে বাড়ির বাইরে এসে গেছি। কারো ক্ষতি নাহলেও বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে পুড়ে ছাই আস্ত বাড়ি জামুড়িয়াতে ফায়ার স্টেশন নির্মাণের দাবী।
MORE NEWS – গমের নাড়া পুরাতে গিয়ে ঝলসে গেল আম ভর্তি ১২ টি আম গাছ, দুশ্চিন্তায় আম চাষী।
পার্থ ঝা, মালদহ,১৭ এপ্রিল:- প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতামূলক প্রচার চালানো সত্ত্বেও মানুষ কর্নপাত করছেন না।
আবারও মাঠে গমের নাড়া পুরাতে গিয়ে ঘটলো বিপত্তি। আগুনে ঝলসে গেল এক ভাগ চাষির ১০-১২ টি আম গাছ। মাথায় হাত চাষির। ঘটনাটি ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা হাট খোলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, কুশিদা এলাকার এক চাষি এদিন মাঠে গমের নাড়ায় আগুন ধরিয়ে দিলে গমের জমিতে থাকা আমগাছ ও পার্শ্ববর্তী বাগানের আম গাছগুলো আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় বলে খবর। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। CONTINUE READING
চিত্তরঞ্জন শহরের বুকে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু এক স্কুল ছাত্রের এলাকায় শোকের ছায়া।