কাজল মিত্র :- সালানপুর থানা রুপনারায়নপুর পিঠাকেয়ারী এলাকায় এক দিনমজুর এর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ওই পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার(২৫ জুলাই) দুপুর আড়াইটা নাগাদ সালানপুর ব্লকের রূপনারায়নপুর পঞ্চায়েতের পিঠাকেয়ারী হসপিটাল রোড এলাকার মেঘনাদ কর্মকার এর বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানাজায় দুপুরে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। দুপুরে রান্না করার পর আর আগুন নিভানো হয়েছিল । পরিবারের মালিক মেঘনাদ বাবু বলেন কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। তিনি ভাড়া বাড়িতে বসবাস করতেন ।
রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, পুড়ে ছাই হয়ে গেছে । পরিবারের ৫ সদস্যকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ। তবে আসানসোল এর একটি দমকল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পিঠাকেয়ারী পঞ্চায়েতের সদস্য সুজিত দস্তিদার জানান তিনি খবর পেয়েই ঘটনা স্থলে যান এবং দমকল বিভাগকে খবর দেন তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নার চেষ্টা চালায় তবে দমকল আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে ।
তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে আজ সকালে ওই পরিবারের স্বামী ও স্ত্রীর মধ্যে কোন কারনে বিবাদ হয় যার ফলে বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র প্রথমে গাড়িতে তোলা হয়েছিল ।কিন্তু এবার গাড়িথেকে নামিয়ে নেওয়া হয় এর পরে জানাজায় যে বাড়িতে আগুন লাগে ।তবে ঘটনায় বাড়ির মালিককে রূপনারায়নপুর পুলিশ জিজ্ঞাসা বাদ এর জন্যে নিয়ে গেছে ।