Tv20 Bangla:- আগ্নেয়াস্ত্র সহ আটক হওয়া তিন যুবককে আদালতে পেশ করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ নদীয়ার নবদ্বীপ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা কৃষ্ণকালিতলা এলাকায় তৃণমূল মনোনীত গোষ্ঠ ভট্টাচার্য্যের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় কয়েকজন যুবক। সেই সময়ে গোষ্ঠ বাবুর সঙ্গী-সাথীরা আটকাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় উভয়পক্ষের মধ্যে। এরপর অভিযুক্তদের মধ্যে তিনজন যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে একটি আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে আটক করে নবদ্বীপ থানার পুলিশ। বাকিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রাতেই থানায় গিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত জন প্রতিনিধি গোষ্ঠ ভট্টাচার্য।
আটক তিন যুবক সক্রিয় বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। সোমবার সকালে আটক তিন যুবক শুভঙ্কর সরকার, সুরজিৎ বিশ্বাস ও আনন্দ পালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১,৩০৭ সহ ৩৪ আইপিসি ২৫/এ অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকেই নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
আগ্নেয়াস্ত্র সহ আটক হওয়া তিন যুবককে আদালতে পেশ করল নবদ্বীপ থানার পুলিশ।
MORE NEWS – আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- আধুনিকীকরণের জোয়ারে হারিয়ে যেতে বসেছে সাবেকি বাঁশের শিল্প। তার সঙ্গে চীন থেকে আমদানি করা প্লাস্টিকের জিনিস এই শিল্পকে আরো স্তব্ধ করেছে। একসময় বাঁশের তৈরি ঝুড়ি কুলো সহ ঘর সাজানোর সামগ্রী তৈরি করে ভালোই সংসার চলতো এই শিল্পীদের। কিন্তু কালের স্রোতে বর্তমানে এই জায়গা নিয়ে বসেছে প্লাস্টিকের সামগ্রী। তার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় ঝুড়ি থেকে কুলো সবই। তাই জীবন-জীবিকায় টান পড়েছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার শাশপুরের হলদিপাড়ার ডোম সম্প্রদায়ের মানুষদের। একসময় বংশপরম্পরায় তারা এই বাঁশের তৈরি সামগ্রী বিক্রি করে সংসার চালাতেন। CONTINUE READING
হাঁসখালি ধর্ষণকাণ্ডে তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিক সিবিআইয়ের জালে।