Friday, March 21, 2025
- Advertisement -

আচমকায় তীব্র গঙ্গা ভাঙ্গন,আতঙ্কে মানিকচকের ভূতনী কেশরপুর এলাকার বাসিন্দারা

- Advertisement -

 

পার্থ ঝা,মালদা :- আচমকায় ব্যাপক ভাঙ্গন মানিকচক ব্লকের অন্তর্গত উওরচন্ডী পুর অঞ্চলের কেশরপুর এলাকায় গঙ্গানদীতে।ফলে আতঙ্ক ছরিয়ে পরে গোটা এলাকা জুড়ে।

জানা গেছে,গত কয়েকদিন ধরে কেশরপুর এলাকায় গঙ্গানদী বাঁধে ব্যাপক ভাঙ্গন চলছে। নদীগ্রাসে আনুমানিক শতাধিক মিটার নদী তরবর্তী ফসলি জমি এবং নদীবাঁধ তোলিয়ে গেছে নদীগর্ভে।ভাঙ্গন কবলিত এলাকা থেকে ঢিল ছোরা দূরত্বে রয়েছে নদীবাঁধ।এইভাবে ভাঙ্গন চলতে থাকলে নদীবাঁধ তোলিয়ে যাবে নদীগর্ভে এমটাই অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা।
গত বছর এই নদীবাঁধে দেখা দিয়েছিলো ভয়াবহ ভাঙ্গন।নদীতে বিলীন হয়ে নদীবাঁধের অংশ।
বর্তমানে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের কাজ চলছে।তবে এই কাজে খুশি নন স্থানীয় বাসিন্দারা।তাদের দাবি স্থায়ীভাবে ভাঙ্গন রোধের কাজ করা হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments