Saturday, December 7, 2024
- Advertisement -

আজ এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে শিলচরে জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ

- Advertisement -

Tv 20 Bangla:- স্টাফ রিপোর্টার:-  দীপ দেব :-আসাম শিলচর :- আজ এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে শিলচরে জেলা শাসক কার্যালয়ের সামনে উত্তর প্রদেশের লক্ষীমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী অজয় মিশ্রের পুত্রের গাড়ি চালিয়ে আন্দোলনকারী কৃষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয় দলের জেলা কমিটির পক্ষ থেকে। বিক্ষোভে সামিল দলের কর্মীরা দাবি তোলেন কৃষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান করতে হবে, কৃষকদের ন্যায্য দাবি মেনে কৃষক বিরোধী তিনটি কৃষি আইন বাতিল করতে হবে এবং নিহত ও আহত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে ইত্যাদি।

বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন বিজেপি নেতাদের অহংকার ব্রিটিশদেরও হার মানিয়ে দিচ্ছে। ইংরেজরা যেমন আন্দোলন দমন করতে নির্দয়ভাবে মানুষকে হত্যা করত ঠিক তেমনি বর্তমান শাসক বিজেপি দলের সরকার ও নেতারা নিষ্ঠুর ভাবে প্রতিবাদকারীদের আক্রমণ করেছে। কয়েকদিন আগে আসামের দরং জেলার সিপাঝাড়ের ধলপুরে উচ্ছেদ হওয়া জনগণ আন্দোলন সংগঠিত করলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তিন জনকে হত্যা করে। একই ভাবে হরিয়ানাতে আন্দোলনরত কৃষকদের প্রশাসনিক আধিকারিকদের নির্দেশে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়। প্রত্যেকটি ঘটনা প্রমাণ করে যে পুঁজিপতিদের সেবাদাস বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সাধারণ শ্রমজীবী কৃষক, শ্রমিকদের জীবনের কোনো মূল্য নেই।

আরও খবর:- ক্ষতিই, ক্ষতিই! ফেসবুক -র ‘দীর্ঘতম’ বিভ্রাটের জন্য ক্ষমা চাইলেন জুকেরবার্গ

তিনি বলেন দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজ গোটা দেশের সাথে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। দলের পক্ষ থেকে কেন্দ্র সরকারের নিকট জোরালো দাবি জানানো হয় যে অবিলম্বে কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন বাতিল করতে হবে এবং উত্তর প্রদেশের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান করতে হবে। বিক্ষোভে দলের জেলা কমিটির সদস্য যথাক্রমে নকুল রঞ্জন পাল, দুলালী গাঙ্গুলি, বিজিত কুমার সিংহ, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments