Friday, June 13, 2025
- Advertisement -

আজ সংসদের অর্থনৈতিক সমীক্ষা, কাল বাজেট পেশ – বিরোধীরা আস্তিন গোটাচ্ছেন

- Advertisement -

লোকসভা নির্বাচন ও তার ফল প্রকাশ হয়ে যাবার পড়ে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বাদল অধিবেশনে। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। এদিকে, বর্ষাকালীন অধিবেশনের প্রথমদিনেই কেন্দ্রকে ‘অল-আউট’ আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা। কানওয়ার যাত্রা থেকে শুরু করে নিট বিতর্ক, মণিপুর ইস্যু, রেলের নিরাপত্তা নিয়ে সুর চড়াবে বিরোধীরা, এমনটাই খবর। মঙ্গলবার সপ্তমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ তিনি দেশের অর্থনৈতিক সমীক্ষা সহ বেশ কয়েকটি বিল পেশ করবেন। দুপুর আড়াইটে নাগাদ সংসদের লোকসভায় এই সমীক্ষা পেশ করা হবে। এতে দেশের আর্থিক বৃদ্ধি, জিডিপি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও বাজেট ঘাটতি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। আবার এখাধিক অস্ত্র নিয়ে প্রস্তুত বিরোধীরাও। জমে উঠবে সংসদের বাদল অধিবেশন।

আজ বিরোধীদের মূল আক্রমন থাকবে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি জানিয়েছে তারা সংসদের দুই কক্ষেই এই ইস্যু নিয়ে সুর চড়াবে। অন্যদিকে, বিজেপির বিহারের জোটসঙ্গী জেডিইউ বিশেষ মর্যাদার দাবি করছে। অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশায় বিজু জনতা দলও একই দাবি করেছে। ফলে এবারের বাদল অধিবেশ যে জমে উঠছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments