অমিত জীবন রায়, উত্তর দিনাজপুর:- আজ 25 শে বৈশাখ একশ বাষট্টি তম রবীন্দ্রজয়ন্তী সমস্ত বিশ্ববাসীর পাশাপাশি বাঙালির অঙ্গে অঙ্গে জড়িয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারি মূর্তিতে সকাল সকাল মাল্যদান করলেন চোপড়া নাট্যকলা কেন্দ্রের সদস্যরা। সকালে এসে সকলে মিলে রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে সম্বর্ধনা এবং পুষ্প প্রদান সহ কবিগুরুর লেখা জাতীয় সংগীত, কবিতা আবৃতি, কবিগুরুর স্মৃতিচারণ এর মধ্য দিয়ে পালন করা হলো আজকের এই দিনটাকে।এ ব্যাপারে চোপড়া উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত সভাপতি শুভঙ্কর দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন চোপড়া নাট্যকলা কেন্দ্রের সমস্ত সদস্যরা সকাল-সকাল কবিগুরুর মূর্তিতে মাল্যদান করলেন। রবীন্দ্রজয়ন্তী,রবীন্দ্রজয়ন্তী
আমরা চোপড়া বাঁশি মাননীয় সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন মহাশয় কে ধন্যবাদ জানাই যে সদর চোপরাতে তিন তিনটে মনীষী মূর্তি স্থাপন করার জন্য, তার জন্যই আমরা আজকে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে পারলাম। অপরদিকে চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কবি গুরুর জন্ম দিবস পালন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন, চোপড়া অঞ্চল সভাপতি তন্ময় কুন্ডু, সহ প্রমুখ।
আজ 25 শে বৈশাখ একশ বাষট্টি তম রবীন্দ্রজয়ন্তী, বাঙালির অঙ্গে অঙ্গে জড়িয়ে আছেন বিশ্বকবি।
MORE NEWS – মাতৃদিবসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে নরম রোদে মেয়েকে তুলে ধরলেন অভিনেত্রী।
Tv20 Bangla:- মাতৃদিবসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে নরম রোদে মেয়েকে তুলে ধরলেন অভিনেত্রী। তাঁর বুকের ওপর গোলাপি জামা, রিবন বাঁধা ছোট্ট মালতি ম্যারি। যেন হৃদয় থেকে হৃদয়ে সেতু বাঁধছেন মা-মেয়ে। প্রিয়ঙ্কার মুখে স্বর্গীয় স্বস্তি। সে দিকে নিবিষ্ট ভাবে তাকিয়ে আছেন বাবা নিকও। এতদিনে তাঁদের পরিবার যেন সম্পূর্ণ হল। মাতৃদিবসে একরত্তি মেয়েকে ঘরে আনলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। চলতি বছর জানুয়ারি মাসে নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছিল তাঁদের কন্যা, মালতি ম্যারি চোপড়া জোনাস। তাকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছেন তারকা-দম্পতি। কিন্তু গত ১০০ দিন সেই শিশু ছিল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তার পর চিকিৎসকরা তাকে পৃথিবীর আলো দেখার, CONTINUE READING
কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উদযাপিত হলো ক্রান্তি পুলিশ ফাঁড়িতে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মজয়ন্তী পালন করল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।
TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।