Friday, December 6, 2024
- Advertisement -

আজ 25 শে বৈশাখ ১৬১ তম রবীন্দ্র জয়ন্তী সমস্ত বিশ্ববাসীর পাশাপাশি

- Advertisement -

মিত জীবন রায়, উত্তর দিনাজপুর:- আজ 25 শে বৈশাখ ১৬১ তম রবীন্দ্র জয়ন্তী সমস্ত বিশ্ববাসীর পাশাপাশি বাঙালির অঙ্গে অঙ্গে জড়িয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারি মূর্তিতে সকাল সকাল মাল্যদান করলেন চোপড়া নাট্যকলা কেন্দ্রের সদস্যরা। সকালে এসে সকলে মিলে রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে সম্বর্ধনা এবং পুষ্প প্রদান সহ কবিগুরুর লেখা জাতীয় সংগীত, কবিতা আবৃতি, কবি গুরুর স্মৃতিচারণ এর মধ্য দিয়ে পালন করা হলো আজকের এই দিনটাকে।

আজ 25 শে বৈশাখ ১৬১ তম রবীন্দ্র জয়ন্তী সমস্ত বিশ্ববাসীর পাশাপাশি

আজ 25 শে বৈশাখ ১৬১ তম রবীন্দ্র জয়ন্তী সমস্ত বিশ্ববাসীর পাশাপাশি

এ ব্যাপারে চোপড়া উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত সভাপতি শুভঙ্কর দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন চোপড়া নাট্যকলা কেন্দ্রের সমস্ত সদস্যরা সকাল-সকাল কবি গুরুর মূর্তিতে মাল্যদান করলেন, আমরা চোপড়া বাঁশি মাননীয় সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন মহাশয় কে ধন্যবাদ জানাই যে সদর চোপরাতে তিন তিনটে মনীষী মূর্তি স্থাপন করার জন্য, তার জন্যই আমরা আজকে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে পারলাম। অপরদিকে চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কবি গুরুর জন্ম দিবস পালন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন, চোপড়া অঞ্চল সভাপতি তন্ময় কুন্ডু, সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments