Saturday, December 7, 2024
- Advertisement -

আটটি নতুন দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া :- গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে আটটি দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। নদীয়ার হাঁসখালি থানার পুলিশ বেআইনি অস্ত্র গুলি উদ্ধার করে। গোটা রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। নদীয়া জেলার কৃষ্ণনগর জেলা পুলিশ এবং রানাঘাট জেলা পুলিশের তত্ববধানে প্রতিটি থানা এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রতিদিনই নদীয়া জেলার একাধিক থানায় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তাজা বোমা উদ্ধারের খবর সম্প্রচারিত হচ্ছে। ঠিক সেরকমই গতকাল রাতে তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিশ আটটি বিদেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার।

প্রশাসনিক সূত্রে খবর দীর্ঘদিন ধরেই হাঁসখালি থানার পুলিশের কাছে খবর ছিল ইটাবেড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত পাম্পে দেশি পিস্তল মজুত রয়েছে। খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করে। সেখান থেকেই নতুন আটটি দেশি পিস্তল উদ্ধার হয়। বাঁশখালী থানা ফুলবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। দেশি পিস্তল এবং বোমা গুলি কারা রেখে গেছিল এবং কি কাজে ব্যবহারের জন্য রেখেছিল তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

আটটি নতুন দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

MORE NEWS – চিত্তরঞ্জন শহরে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শত্রুঘ্ন সিনহা।

কাজল মিত্র :- ২০১৪ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করে ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু এখন তিনি তৃণমূলে যোগদান করার পর পুনরায় আসানসোল লোকসভা নির্বাচন এর ঘোষণা হয়। এতে প্রতিটি দলের প্রার্থীরা রীতিমত ভোট ময়দানে ।তবে আসানসোলের লোকসভা আসন যেমন দখল করা তৃণমূলের প্রধান লক্ষ্য। ঠিক তেমনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে লোকসভায় পৌঁছে বিরোধী পক্ষ বিজেপিকে বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট ময়দানে নেমেছেন শত্রুঘ্ন সিনহা ভোট প্রচারের দিন ঘোষণা হবার পর থেকেই তিনি প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন। কখনো আসানসোল কখনো কুলটি আবার কখনো কয়লা অঞ্চল রানীগঞ্জ ও জামুড়িয়া। CONTINUE READING

আনিস খান হত্যাকান্ড নিয়ে সাংবাদিক বৈঠকে ফের সরব হলেন সাংসদ অধীর চৌধুরী ।

সোনামুখী থানার সহযোগিতায় সোনামুখীতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments