কাজল মিত্র:-বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসীদের সাথে ধামসা মাদল সহকারে আসানসোল লোকসভার নির্বাচনী প্রচার করেন তৃণমূলের প্রার্থী “শত্রুঘ্ন সিনহা” এদিন প্রার্থী শত্রুঘ্ন সিনহা মাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে তালে তাল মিলিয়ে আদিবাসী নিত্য করে। তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক,আই এন টি টি ইউ সির জেলা সভাপতি তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব। এদিন শত্রুঘ্ন সিনহা বলেন আমি ভাবতেই পারছিনা আজ অনেক দিন পর আসানসোলে আবার মাদলের তালে নৃত্য করলাম। এর আগেও আমি আসানসোল এ এসে কালা পাত্থর এ ডান্স করেছিলাম।
এখানকার মানুষের সাথে আমার অনেক দিনের সম্পর্ক জড়িয়ে আছে। তাছড়া আদিবাসী সম্প্রদায় মানুষের সাথে আমি অনেক আগে থেকেই মেলামেশা তাদের ভালবাসা আমায় আপ্লুত করে তুলেছে। সকলে একসাথে যে এভাবে নাচ করব আমার এটা সৌভাগ্য যে এরাজ্যের নেত্রী গ্রেট লেডি টাইগার্স অফ বেঙ্গল মমতা ব্যানার্জি আপনাদের কাছে আপনাদের সেবা করার জন্যে পাঠিয়েছেন। কারন আমার রাজনীতিতে আসা মানুষের সেবা করা বসে বসে মেবা খাওয়া নয়।
আদিবাসীদের নিয়ে নির্বাচনী প্রচার করলেন “শত্রুঘ্ন সিনহা।
MORE NEWS – নবদ্বীপের সরূপগঞ্জ গঙ্গার ঘাটে জল প্রকল্প পরিদর্শনে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যান।
নবদ্বীপের সরূপগঞ্জ গঙ্গার ঘাটে জল প্রকল্প পরিদর্শনে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যান। দীর্ঘ প্রতীক্ষার অবসান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে বহু প্রতীক্ষিত নবদ্বীপ গঙ্গা থেকে কৃষ্ণনগরে পরিস্রুত বিশুদ্ধ পানীয় জল পৌছবে কৃষ্ণনগর বাসীর জন্য। নবদ্বীপ ঘাটের প্রকল্পের কাজ সমাপ্ত। কৃষ্ণনগর শহর অঞ্চলের কিছু কিছু জায়গায় শেষ পর্যায়ের কাজ বাকি রয়েছে। তা মাস দেড়েকের মধ্যে সমাপ্ত হয়ে যাবে বলে পুরসভা সূত্রে খবর। আর তাই আজ নবদ্দীপ ভাগীরথী নদীর উপর জল প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস ও প্রাক্তন চেয়ারম্যান তথা সি আই সি বোর্ড মেম্বার অসীম সাহা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীম বাবু জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় মাস পরেই জল প্রকল্পটি পুরোদমে চালু করা সম্ভব হবে।