মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার এদিন মুর্শিদাবাদের। সাগরদিঘী ব্লকের চামুন্ডার বেলডাঙ্গা গ্রামে দুঃস্থ অসহায় আদিবাসী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে সচেতনতা করতে এবং স্যানিটারি ন্যাপকিন প্রদান করতে উপস্থিত হলো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সদস্যারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার সাব ইন্সপেক্টর মাননীয় প্রভাস বিশ্বাস মহাশয় , মুর্শিদাবাদ জেলা পরিষদের মহিলা ও শিশু উন্নয়ন মেম্বার শ্রীমতি ভারতী হাঁসদা, পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি শ্যামলী হাঁসদা সহ অনেকেই।
সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের নেওয়া এই এক অভিনব উদ্যোগ, প্রতিবারের চেয়ে এবার একটু আলাদা কর্মসূচি পালন করল বলে জানিয়েছেন সদস্যরা। এদিন দেড়শো আদিবাসী মহিলাদের হাতে স্যানিটারি প্যাড এবং পুরোনো বস্ত্র তুলেদেওয়া হয়। প্রত্যেক অতিথিরা এই বিষয়ে বিভিন্ন সচেতনতার বার্তা দিলেন উপস্থিত আদিবাসী মহিলাদের। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান এই ধরনের কর্মসূচি করতে খুব কমই দেখা যায়, যার ফলে সাধারণ মহিলাদের এই সমস্ত বিষয়ে ধারণা গুলো অনেক ক্ষেত্রে পরিষ্কার থাকে না যার ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।
সাধারণ মহিলারা যেন এই সমস্ত ব্যাপারে সচেতন হয় এবং তাদের যেন ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে না হয় এজন্যই এরকম অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের কোষাধক্ষ্য মির্জা জাজবুল ইসলাম ।
আদিবাসী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচী পালন করলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট
আরও খবর- নিকাশি নালার দাবিতে উপ-প্রধানকে ঘিরে বিক্ষোভ কুশিদায়
নিকাশি নালার দাবিতে উপ-প্রধানকে ঘিরে বিক্ষোভ কুশিদায়। পার্থ ঝা, মালদা:- নিকাশি নালার দাবিতে উপ-প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্র পুর -১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ৬ নং বুথের মুসলিম পাড়ার স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ এক বছর ধরে পঞ্চায়েত থেকে ড্রেন নির্মাণের জন্য বোর্ড লাগানো হলেও হয়নি কোনো ড্রেন নির্মাণ । পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধানকে বারবার বলা হলেও নেই কোনো হেলদোল । সামান্য বৃষ্টি হলেই আঙিনার জল জমা হয় রাস্তায় ৷ ফলে রাস্তা কার্যত পরিনত হয় পুকুরে। অনেক সময় আবার রাস্তার জমা নোংরা পঁচা জল ঢুকে যায় বাড়ির ভিতরে। জমা জল থেকে দুর্গন্ধ বের হয় ৷ Continue Reading