টিভি ২০বাংলা : শ্রাবণ মাস পড়তে না পড়তেই অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগৎ গৌরী পুজো। মেমারি দু’নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিপুর গ্রামে প্রত্যেক বছর শ্রাবণ মাসের প্রথম পঞ্চমী তিথিতে শ্রী শ্রী মা জগত গৌরী পুজো অনুষ্ঠিত হয় বলে জানানো হয় পুজো কমিটির তরফ থেকে। এই পুজো আনুমানিক ১০০ বছর ধরে হয়ে আসছে বলে জানা যায়। এলাকার বেশ কিছু ভক্ত ধাত্রীগ্রামের গঙ্গা থেকে পায়ে হেঁটে জল নিয়ে আসেন এবং মায়ের উদ্দেশ্যে গর্ব মন্দিরে জল ঢালেন।এছাড়াও মায়ের পুকুর থেকে স্নান করে অষ্ট পুনাম খাটেন। এই পুজোকে ঘিরে পার্শ্ববর্তী ৮-১০ টি গ্রামের মানুষজন অংশগ্রহণ করেন। মূল মন্দির থেকে আজ মঙ্গলবার রাত্রি দশটার সময় কাশীপুর গ্রামের পুরোহিত বিষ্ণু পন্ডিত মা জগৎ গৌরি কে নিয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে পুজো গ্রহণ করেন এবং পরের দিন অর্থাৎ বুধবার বৈকালে মা মূল মন্দিরে ফিরে আসেন। এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত বিষ্ণু পন্ডিত, ধনঞ্জয় ভট্টাচার্য, পুজো কমিটির সভাপতি নবকুমার মন্ডল, কোষাধ্যক্ষ চিত্ত রঞ্জন কর্মকার সহ সকল ভক্তবৃন্দ।