নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : আপনি কুমারী মমতা বন্দোপাধ্যায় নাকি শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় প্রশ্ন ছুঁড়ে সরাসরি আক্রমন সৌমিত্রর
বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার রতনপুরে চোর ধরো জেল ভরো কর্মসূচীতে যোগদান করতে এসে ফের বেফাঁস মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্য প্রশ্ন ছুঁড়ে বলেন ‘আপনি কুমারী মমতা বন্দোপাধ্যায় না শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়’। এদিন তিনি সরাসরি অভিযোগ করে বলেন অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে জামতোড়া গ্যাং এর যোগাযোগ আছে, কিভাবে আসন্ন পঞ্চায়েত ভোটে ইভিএম লুট করতে হয় তার প্রস্তুতি সারছেন। এদিন তিনি আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিয়াইএম শিবিরকে সরাসরি বিজেপির সাথে লড়াই করার আহ্বান জানান। তিনি বলেন প্রকাশ বাবুর একটু ভুলের জন্য ভরাডুবি হয়েছিল সিপিআইএম শিবিরের তার পুনরাবৃত্তি আর সাথে না হয় তাই তিনি এই বিজেপির হাত শক্ত করার কথা জানান। সবে মিলে আজ সাংসদ সৌমিত্র বাবুকে বর্তমান শাষক দলের বিরুদ্ধে আক্রমনাত্বক ভূমিকায় দেখা গেলো ।