Wednesday, December 4, 2024
- Advertisement -

ফের বোমা বিস্ফোরনে আহত হলেন এক যুবক

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা পশ্চিম বর্ধমান :-  তৃণমূলের দলীয় কার্যালয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্বকে ঘিরে মজুত রাখা বোমা হাতে ফেটে আহত হলেন এক ব্যক্তি। দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রবিবার রাত্রে তৃণমূলের দলাদলির ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে জামুরিয়া ২ ব্লকের ফারফরি গ্রামে। তাতে গ্রেফতার হয় ৭ জন। এই ঘটনার জেরে বোমা বিস্ফোরণ সহ বোমার আঘাতে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়। যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে তাদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। এরই মধ্যে সোমবার বিকেলে গ্রামের মাঠে গরু চরাতে গিয়ে বোমার আঘাতে এক সাধারন মানুষের হাতের দুই আঙ্গুল ফেটে যায়। আহত ব্যক্তির নাম ঝন্টু মন্ডল। গুরুতর আহত ঝন্টু মন্ডলকে বাহাদুরপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর গ্রামের মানুষ ঘর থেকে মাঠে যেতে ভয় পাচ্ছে।
এদিকে গ্রামের কিছু মানুষজন প্রশ্ন তুলেছেন যে-“গতকালের বোমা বিস্ফোরণের পর গ্রামের আশেপাশে কত বোমা রাখা আছে তা কেউ কি জানত না?” যার ফলশ্রুতিতে আজ গরু চরাতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছেন এক সাধারণ মানুষ। এদিকে ঝন্টু মণ্ডলের ভাই নিল্টু মন্ডলের অভিযোগ,”গতকালের ঘটনার পর গ্রামের মানুষ কিভাবে জানবে, কে কোথায় বোমা রেখেছিল। তার ভাই মাঠে গরু চরানোর সময় হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। এতে তার ভাই ঝন্টু মণ্ডলের দুই হাতের আঙ্গুল গুরুতর জখম হয়। এ ব্যাপারে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, তারা খুবই সাধারণ মানুষ, যারা কোন ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন।” তবে গতকাল তৃণমূলের সংঘর্ষের ফলে এলাকার মানুষ আতঙ্কে আছে যে, এখানে ওখানে কত বোমা জমা হচ্ছে এই ভেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments