Wednesday, November 19, 2025
- Advertisement -

আবার আবাস যোজনা কেলেঙ্কারি বর্ধমানে 

- Advertisement -

আবার আবাস যোজনা কেলেঙ্কারি বর্ধমানে

কেলেঙ্কারি আর কেলেঙ্কারি! সারা রাজ্য জুড়ে এবার শুরু হয়েছে আবাস কেলেঙ্কারি। শাসক দলের নেতা কর্মীরা আবাসের টাকা পাচ্ছে, কিন্তু যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না। যেই অভিযোগেই বুধবার উত্তাল হয়ে উঠলো পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেরেণ্ডা পঞ্চায়েত প্রধানকে ঘিরে।। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খোদ পঞ্চায়েত প্রধানের পরিবারের দোতলা বাড়ি। অথচ প্রধানের শ্বশুরের নামেই বাংলা আবাস যোজনার অনুদান বরাদ্দ হয়েছে। তার মধ্যে উপভোক্তা আবার মারাও গিয়েছেন। কী ভাবছেন এখানে শেষ? ওই একই গ্রামে পাকাবাড়ি থাকা সত্ত্বেও এক সিভিক ভলান্টিয়র এবং এক পঞ্চায়েত সদস্যের পরিবারের নামে আবাস যোজনার অনুদান বরাদ্দ হয়েছে। কিন্তু বেশকয়েক জন গরিব মানুষ যোগ্য হওয়া সত্ত্বেও তারা আবাস যোজনার অনুদান পাননি। স্বাভাবিক কারণেই তারা ক্ষোভে ফেটে পড়েছে পঞ্চায়েত অফিসে গিয়ে। পুলিশ কোনোভাবে সামাল দেয় সেই বিক্ষোভ।

গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, বেরেণ্ডা পঞ্চায়েত এলাকার শ্রীকৃষ্ণপুর, জয়কৃষ্ণপুর, নৃপতিগ্রাম,বেরেণ্ডা সহ এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে জড়ো হন। তারা প্রধান মরিয়ম খাতুনকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। অভিযোগ, খোদ প্রধানের পরিবারের দোতলা বাড়ি থাকতেও তাঁদের পরিবার আবাস যোজনার অনুদান পেয়েছেন। কিন্তু এলাকার গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এদিন কৃষকদের জন্য সরকারি ক্ষতিপূরণের টাকা থেকে কাটমানি আদায়ের অভিযোগের কথাও বিক্ষোভকারীদের মুখে শোনা যায়। বেশ কিছুক্ষণ পঞ্চায়েত প্রধানকে ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments