আবুধাবির দুই জায়গায় হল ড্রোন হামলা। আরব আমিরশাহ আন্তর্জাতিক বিমানবন্দরের এক জায়গা আগুন লাগে। আরেকটি জায়গায় তিনটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। তাদের সন্দেহ, দুটি জায়গাতেই সম্ভবত ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে প্রাথমিক অনুমান সৌদি পুলিশের । প্রসঙ্গত গত ২০১৫-র শুরু থেকেই ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িত রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের এক গুরুত্বপূর্ণ সদস্য ইউএই। এই জোট ইয়েমেনের রাজধানী দখল করে সেখানকার আন্তর্জাতিক ভাবে সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। তারপর থেকেই ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে এই জোটের তীব্র লড়াই চলছে। সাম্প্রতিক সপ্তাহ গুলিতে ইয়েমেনে অবস্থিত হুথি বিদ্রোহীদের ঘাঁটি গুলিতে বিমান হামলা জোরদার করেছে আমিরশাহি। আবুধাবিতে
তার প্রেক্ষিতে আগেই প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল ইরান-সমর্থিত হুথিরা। সেই কারণেই আবু ধাবিকে নিশানা করে এই ধরনের পদক্ষেপ নিয়েছে । পুলিশ জানিয়েছে, আবু ধাবির প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের সম্প্রসারণের কাজ চলছে। সে রকমই এক নির্মিয়মাণ সম্প্রসারিত এলাকায় এদিন আগুন লাগে। অন্যদিকে শহরের আরেক জায়গায় তিনটি জ্বালানী ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনাটি ঘটে অ্যাডনক – (ADNOC) এর একটি স্টোরেজের কাছে। অ্যাডনক হল আবুধাবির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা। পুলিশের সন্দেহ দুটি ক্ষেত্রেই ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তাদের প্রাথমিক তদন্তে, দুই ঘটনাস্থল থেকেই, ছোট উড়ন্ত বস্তুর খণ্ড মিলেছে। পুলিশের দাবি সেগুলি সম্ভবত ড্রোন এবং সেগুলি ব্যবহার করেই সম্ভবত দুই জায়গাতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়নি।
আবুধাবিতে ড্রোন হামলা, ২ ভারতীয় নিহত গুরুতর জখম ৬ জন ।
More News – বাংলার পাশাপাশি তামিনাড়ুর ট্যাবলো ও বাতিল করা নিয়ে রাজ্যের দুই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ
মেহেবুব মাসুমের :- নেতাজীর ১২৫তম জন্ম বার্ষিকীতে আগামী ২৬ শে জানুয়ারীর বদলে ২৩ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে কেন্দ্র। জন্মবার্ষিকীতে নেতাজীকে সম্মাননা জানাতে দিল্লীর রাজপথে প্যারেড গ্রাউন্ডে প্রদর্শনী হবে বিভিন্ন রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো । কিন্তু সব রাজ্যের ট্যাবলো প্রদর্শনীর করার অনুমতি থাকলেও। বাংলার প্রস্তাবিত ট্যাবলো বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাংলার পক্ষ থেকে সম্মান জানানো বাংলার ট্যাবলো বাতিল করা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে প্রধানমন্ত্রীকে আর্জি জানান বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ও। Continue Reading