নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :- আব্দুলপুর সুকান্ত সংঘের পরিচালনায় একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে বিভিন্ন জেলা থেকে ৮ টি দল অংশ গ্রহণ করেছিল। টান টান লড়াই শেষে ফাইনাল পর্বে অংশগ্রহণ করে মান্দরা ফুটবল একাদশ বনাম বর্ধমান মিলনী সংঘ। এই দুই দলের মধ্যে রবিবার মেগা ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো। দুই দলের মধ্যে টানটান লড়াই শেষে টাইব্রেকারের মাধ্যমে মান্দরা ফুটবল একাদশ জয়লাভ করে। খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফাইনালে বিজয়ী দলকে 7000 টাকা এবং বিজিত দলকে 5000 টাকা ও একটি করে ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি আব্দুলপুর সুকান্ত সংঘের উদ্যোগে এলাকার অসহায়-দুস্থ সাধারন মানুষদের শীত বস্ত্র প্রদান করা হয়।
শীতকালে অনেক গরিব মানুষ রয়েছে যাদের অর্থের অভাবে শীত বস্ত্র কেনার উপায় থাকে না সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে এই শীতবস্ত্র তাদের প্রদান করা হলো। আব্দুলপুর সুকান্ত সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এ দিনের ফাইনাল পর্বে উপস্থিত ছিল ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী , ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পুরো খেলাটি পরিচালনা করেন রেফারি কার্তিক মাঝি
আব্দুলপুর সুকান্ত সংঘের পরিচালনায় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো
More News- ময়নাগুড়ি তে জাতীয় কংগ্রেসের উদ্যোগে ভাইফোঁটার আয়োজন করল
সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি :- ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেসের সহযোগিতায় এবং ময়নাগুড়ি ব্লক মহিলা কংগ্রেসের উদ্যোগে ভাই ফোঁটার আয়োজন করা হয়, ময়নাগুড়ি ব্লক কংগ্রেস কার্যালয়ে। এ দিন অতি নিষ্ঠার সঙ্গে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে। সেই সঙ্গে বোনেরা মিষ্টিমুখ করান ভাইদের। বাদ পড়েনি উপহার ও বোনেরা ভাইদের উপহার দেন। ময়নাগুড়ি ব্লক মহিলা কলেজের ব্লক মহিলা কংগ্রেসের সভাপতি মিনতি চক্রবর্তী বলেন সকল ধর্মের ভাই বোনদের নিয়ে এই অনুষ্ঠান। তিনি আরো বলেন যে সকল ভাইদের বোন নেই বা বোনদের ভাই নেই তাদের নিয়ে, এই অনুষ্ঠান। এই ভাই ফোঁটা অনুষ্ঠানে ভোজের আয়োজন করা হয়। Continue Reading