জলপাইগুড়ি, সুকুমার বিশ্বাস,Tv20 Bangla:- ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি কোয়াটার মোড় সুনীল কুমার বসুনিয়ার বাড়িতে বড় মাপের অজগর সাপ উদ্ধার। সুনীল কুমার বসুনিয়ার বাড়ির পাশে চা বাগান রয়েছে, এবং বাগানের চারপাশে জাল দিয়ে ঘেরাও করা হয়েছে, যাতে কোনরকম গরু ছাগল বাগানে প্রবেশ করতে না পারে। সুনীল বাবু হঠাৎ আচমকাই দেখতে পান একটি বড় মাপের অজগর সাপ জালে আটকে রয়েছে, সাপটিকে দেখার জন্য আশেপাশে প্রচুর লোক জমায়েত হয়, এরপর ময়নাগুড়ি পরিবেশ প্রেমিক সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় কে জানানো হয়, তড়িঘড়ি নন্দু কুমার রায় সাপটিকে উদ্ধার করার জন্য চলে আসে। সুনীল কুমার বসুনিয়া বলেন সাপটি সম্ভবত বৃষ্টির জলে ও পাশেই একটি নালার রয়েছেন, জঙ্গল থেকে এ সাপটি এসেছে বলে অনুমান, সাপটি আনুমানিক সাত থেকে দশ ফিট লম্বা হবে। আমগুড়িতে ,আমগুড়িতে
অজগর সাপ কি জালে আটকে থাকায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পরিবেশ প্রেমিক সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় জানান সাপটি কে দেখামাত্রই আমাদের কে খবর দেওয়া হয়, আমরা তড়িঘড়ি সাপ উদ্ধার করার জন্য চলে আসি, বড় মাপের অজগর সাপ টিকে উদ্ধার করার সময় এলাকা বাসীরা সহযোগিতা করেছেন বলে জানান,পরিবেশ সচেতনতা দেখে এলাকা বাসীকে ধন্যবাদ জানান পরিবেশ সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায়। অজগর সাপ টিকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করে বনদপ্তরের হাতে তুলে দেবেন বলে জানান ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায়।
আমগুড়িতে বড় মাপের অজগর সাপ উদ্ধার।
MORE NEWS – Birbhum বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে।
BIG BREAKING NEWS Tv20 Bangla:- বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে। মাওবাদী যোগ সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে রবিবার গ্রেফতার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার বিকালে বোলপুরের দুটি পৃথক জায়গায় হানা দিয়ে টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ও অর্কদীপ গোস্বামী নামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ধৃত দুজনের কাছ থেকে মোট ৩১ টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে । ধৃতদের তোলা হল খাতড়া মহকুমা আদালতে। CONTINUE READING