প্রতিনিধি সুকুমার বিশ্বাস জলপাইগুড়ি :- আজ কোজাগরী লক্ষ্মী পূজা, সনাতন হিন্দু ধর্মের লক্ষ্মী দেবীকে ধন সম্পদের দেবী বলা হয়ে থাকে, আজ লক্ষ্মী পূজার দিনে আমগুড়ির গৃহশিক্ষক দুলাল রায়ের কন্যা কে লক্ষ্মী প্রতিমার পাশে বসিয়ে তার মেয়েকে লক্ষ্মী রূপে পূজা করলেন, গৃহশিক্ষক দুলাল বাবু বলেন সমাজে প্রতিনিয়ত নারী সমাজ অত্যাচারিত হয়ে আসছে, তিনি মনে করেন কন্যা সন্তানই হলো লক্ষ্মী, প্রতিনিয়ত দেখা যাচ্ছে গর্ভের সন্তান নষ্ট করা, কন্যা সন্তানের কে লাঞ্ছিত করা হয়, যাতে সমাজের কন্যা সন্তান সমাজের অধিকার থেকে বঞ্চিত না হন, তাই তিনি মনে করেন কন্যা সন্তান হলো ঘরের লক্ষী,তাই ঘটা করে লক্ষ্মী পূজার দিন কন্যা সন্তানকে সনাতন ধর্মের নীতি অনুযায়ী লক্ষ্মী রূপে পূজা করা হয়, এটি একটি বাঙালির দৃষ্টান্ত উদাহরণ, যাতে কন্যা সন্তান ও মহিলারা প্রতিনিয়ত সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমগুড়ির গৃহশিক্ষক দুলাল রায় তার কন্যাকে লক্ষ্মী রূপে পূজা করলেন, কন্যা সন্তান হলো সমাজে সুখ-শান্তির লক্ষী দেবী মনে করেন গৃহশিক্ষক দুলাল রায়।