প্রতিনিধিঃ সুকুমার বিশ্বাস , জলপাইগুড়ি :- ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির অন্তর্গত বকশির ডাঙ্গা অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী প্রাচীন শতাধিক ভান্ডারীর বা বনদুর্গা রূপে পূজিত হন মা দুর্গা দেবী, হিন্দুশাস্ত্র রূপে কথিত আছে মা দুর্গা কৈলাসে যাবার পথে একাদশ ও দ্বাদশ তিথিতে এই বনদুর্গা বা ভান্ডারী রূপে পূজা হয়ে আসছে, উত্তরবঙ্গের ডুয়ার্সের জলঢাকা নদীর বা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাবার পথে মা দুর্গা বিশ্রাম নিয়েছিল, এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষিকাজের ফসল নষ্ট হওয়ার ফলে, মানুষের অভাব অনটনের মধ্য দিয়েই দিনযাপন করতে হয়েছে, সেই সময় এলাকার মানুষ মা দুর্গার শরণাপন্ন হন, মা দুর্গা যাতে রক্ষা করেন ও কৃষি কার্যের ফসল যাতে নষ্ট না হয়, মা দুর্গাকে একাদশ ও দ্বাদশ তিথিতে পূজা করা হয় বনদুর্গা বা ভান্ডারী মায়ের রূপে, বহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে ভান্ডারী মায়ের পূজা, বর্তমানে ভান্ডারী মায়ের উপলক্ষে মেলা বসে, প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়, দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা মা দুর্গা বা ভান্ডারী মায়ের পূজা দিয়ে থাকেন। আমগুড়ির বকশির ডাঙ্গা এই মেলার উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, যাতে মেলায় আসা পুণ্যার্থীরা আনন্দ উপভোগ করতে পারে, এই মেলায় বিভিন্ন রকম মারীর দোকানপাট লক্ষ্য করা যায়, জানা যায় মা ভান্ডারী প্রাচীন ঐতিহ্যবাহী শতাধিক পূজা। এবং এই পূজা কবে প্রতিষ্ঠিত হয়েছে এলাকার মানুষজন নির্দিষ্ট সময় কাল এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি, তাই এলাকার মানুষ জন মা দুর্গাকে ভান্ডারী রূপে পূজিত হয় আসছে।