সুকুমার বিশ্বাস জলপাইগুড়ি :- ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বাজারে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পথসভা ও মিছিল করা হয়, পথসভা মিছিলে উপস্থিত ছিলেন আমগুড়ি জাতীয় কংগ্রেসের অঞ্চল সভাপতি মধুসূদন রায়,কোষাধক্ষ্য শিবু হাজরা,নারায়ণ মন্ডল,সুমন বসুনিয়া,ময়নাগুড়ি ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল,শক্তি চক্রবর্তী প্রমুখ।এর সাথে আমগুড়ি জাতীয় কংগ্রেসের অঞ্চল কমিটির পক্ষ থেকে আমগুড়ি পঞ্চায়েত প্রধানের কাছে আট দফা দাবী নিয়ে স্মারকলিপি দেওয়া হয়, ৮ আট দফা দাবির মধ্যে হলো আমগুড়ি হাটের পায়খানা বাথরুমের সংস্কার, ধান পাটের দুটি সেট, হাটের পশ্চিম পাশে কলা খাওয়ার নদীর ব্রীজের দাবি, আমগুড়ি বাজারের দুর্গা বাড়ি কলোনি এবং দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে নরেশ রায়ের বাড়ি পর্যন্ত সিসি রোড দাবী।পথ চলতি মানুষের কথা ভেবে যাত্রী প্রতীক্ষালয় দাবি, আমগুড়ি কোয়ার্টার মোড় থেকে স্কুল পর্যন্ত ইলেকট্রিক খুঁটিতে লাইটের ব্যবস্থা করার দাবি জানান জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও আমগুড়ি জাতীয় কংগ্রেস অঞ্চল কমিটির পক্ষ থেকে পথসভা ও মিছিল করা হয়, ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোষাল বলেন রাজ্য বেকার যুবক-যুবতী চাকরির দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা তলা নিতে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শবর হন জাতীয় কংগ্রেস। এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতির,সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল বৃদ্ধির প্রতিবাদে আমগুড়ির অঞ্চল কমিটির জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মিছিল করে।