Monday, January 13, 2025
- Advertisement -

আমেরিকান ডলার সহ ভারত বাংলাদেশ বনগাঁ পেট্রোপোল সীমান্তে বিএসএফের হাতে আটক এক মহিলা ।

- Advertisement -

নিশীথ দাস বনগাঁ :-

আমেরিকান ডলার সহ পেট্রাপোল সীমান্তে গ্রেফতার এক মহিলা  । শুক্রবার গভীর রাতে বর্ডার চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার কর্মীরা ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন মহিলাকে গ্রেপ্তার করে। বিএসএফের মহিলা জওয়ানদের তল্লাশির সময় ওই মহিলার কাছ থেকে তার কাপড়ের ভিতর থেকে একটি প্যাকেট উদ্ধার হয়। প্যাকেট থেকে ১৯৭০০ আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে যার ভারতীয় মুদ্রায় মূল্য ১৫,৭২,৮৪৮ টাকা।

এই মহিলা পাচারকারী ভারত থেকে এই টাকা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই মহিলা জানায়, সে নিজের বাড়িতে গৃহস্থালির কাজ করেন, অর্থ উপার্জনের জন্যই এই চোরাচালানের কাজের সাথে লিপ্ত হয়। সে জানায়, বিএসএফের ডিউটি লাইন অতিক্রম করে এই প্যাকেটটি এক চোরাকারবারীর হাতে তুলে দিতে হত।আর এই কাজের বিনিময়ে সে ১০০০ টাকা পেত। আটক করা হয় মহিলাকে ও বাজেয়াপ্ত মুদ্রা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments