টিভি ২০ বাংলা ডেস্ক :- যাত্রাপথে আরও একটু সচ্ছতা। আর খড়গপুর হয়ে নয় এবার সরাসরি হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত যাত্রা করতে পারবেন যাত্রীরা। ফলে সাড়ে চার ঘণ্টার বদলে প্রায় সাড়ে তিন ঘণ্টায় পৌঁছবে যাত্রীরা। সরাসরি হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত ইন্টারসিটি চালু হওয়ায় যাত্রীরা পাবে এই সুবিধা। বাঁকুড়া-মশাগ্রাম হয়ে সরাসরি হাওড়া আসবে ইন্টারসিটি এক্সপ্রেস।চলতি বছরের মধ্যেই এই পরিষেবা চালু হওয়ার বার্তা দিয়েছে পূর্ব রেল।
কিছুমাস আগে প্রাক্তন সাংসদ ও এক সময়ের রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচার্য পূর্ব রেলের জিএম অরুণ অরোরার কাছে মাত্র একটি ট্রেন বাঁকুড়া থেকে হাওড়া (ভায়া মশাগ্রাম) চালানোর দাবি জানিয়েছিলেন। শুক্রবার তিনি জানান, ‘জিএম একটি ট্রেন চালানোর আশ্বাস দিয়ে চিঠি দিয়েছেন। এই পরিষেবা মিললে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজনদের অনেক সুবিধা হবে।পাত্রসায়র, সোনামুখী ও ইন্দাসের যাত্রীদের আর বাঁকুড়া বা দূর্গাপুর হয়ে কলকাতা আসতে হবেনা।
বাসুদেববাবু বলেন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রেলের স্ট্যান্ডিং কমিটিক চেয়ারম্যানের আবেদনের পর রেল তত্পর হয়। ইতিমধ্যেই দুই রেলের অপারেশন বিভাগ বিষয়টিকে খতিয়ে দেখতে শুরু করেছে। বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়ার লাইন থাকলেও রায়নগর থেকে মশাগ্রামের লাইনের গ্রেডিয়েন্ট খানিকটা নিচু। যদিও কয়েক মাসের মধ্যে সেই লাইন উঁচু করাতে কোনও সমস্যা হবে না। আপাতত একটি ট্রেন চালানো হলেও পরবর্তীতে ট্রেনের সংখ্যা বাড়বে বলে জানানো হয়েছে। রেলের এই উদ্যোগে যাত্রীদের অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। পর্যটকদের জন্য এই উদ্যোগ সুখবরের চেয়ে কিছু কম নয়।