রাজ্যের বিভিন্ন প্রান্তে জগদ্ধাত্রী পূজার শুভ আরম্ভ হয়ে হয়েছে l এবং তারই শুভ উদ্বোধন করতে বিভিন্ন দপ্তরের মন্ত্রী , নেতা কর্মীবৃন্দরা যাচ্ছে সেইসব পূজা মন্ডপে l তারই মধ্যে আজকে হুগলি জেলার আরামবাগের মনসাতলার মনসাতলা পল্লি জগধাত্রী পূজা তে এসে উপস্থিত হয়েছেন কৃষি বিপণন মন্ত্রী ব্যাচারাম মান্না l আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ , আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী , আরামবাগের প্রাক্তন এম এল এ কৃষ্ণ চন্দ্র সাঁতরা , সহ আরও বিভিন্ন নেতা বৃন্দরা উপস্থিত ছিলেন l
এবং মনসাতলা পল্লী পূজা কমিটির সমস্ত সদস্য রাও উপস্থিত ছিলেন এই দিন l কৃষি মন্ত্রী বেচারাম মান্না এই জগদ্ধাত্রী মায়ের সৃষ্টি বা ইতিহাস নিয়ে কিছু কথা তুলে ধরলেন কিভাবে জগদ্ধাত্রী মায়ের আবির্ভাব এই ভুবনে l তারপরে সমস্ত নেতা কর্মীবৃন্দদের নিয়ে মন্ত্রী বেচারাম মান্না মনসা তলা পল্লীর জগদ্ধাত্রী পূজার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন এবং তারই পাশাপাশি তিনি মন্ত্র যব করলেন l
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানাই মনসাতলা পল্লীর জগদ্ধাত্রী পূজাতে এসে সত্যিই আমার খুব ভালো লেগেছে, এখানকার পরিবেশ সত্যিই অসাধারণ যেভাবে আমাদের আপন করল সত্যিই অতুলনীয় এবং তারই পাশাপাশি আজকে আরো বিভিন্ন জায়গায় শুভ উদ্বোধন আছে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে l সেই গুলিতেও যেতে হবে এবং চাষীদের যে হারে ক্ষতি হয়েছে , এই বিপর্যয়েতে তার জন্য তাদেরকে আর্থিক দিক থেকেও সাহায্য করা হয়েছে। আরো কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করছি। জানালেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না