কনক অধিকারী ময়নাগুড়ি :- সোমবার, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ তীর্থধাম, দুস্থদের হাতে ছাতা তুলে দিলেন,আর্ট অফলিভিং, এর পক্ষ থেকে আজ প্রায় 75 টি ছাতা বিতরণ করলেন,
জানা গেছে প্রায় ২০০৩ সালে অক থাকে এই আর্ট অফলিভিং কাজ করে যাচ্ছে, তারা জানায় এর আগে কোনদিন আমরা জল্পেশ মন্দিরে আসেনি আজ প্রথম, এরপর থেকেই প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে আর্ট অফলিভিং নিয়ে আলোচনা করবেন । উপস্থিত ছিলেন, রাখি, শীতল সরকার, ববিতা মন্ডল, ডিস্ট্রিক্ট ডেবলপমেন্ট কমিটি সীতা সরকার, বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, রজনী রায়, মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব রায়, জল্পেশ স্কুল শিক্ষক, গনেশ চন্দ্র সরকার, আরো অনেকেই ।