আসাউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। বৃহস্পতিবার AIMIM দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি একটি নির্বাচনী প্রচার সেরে দিল্লী র উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক সেই সময় দিল্লী আসার পথে ছাসরাসি টোল প্লাজার কাছে একদল দুষ্কৃতি আসাউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। তবে আসাউদ্দিন সহ তার সহকর্মীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশ ওই টোল প্লাজার C C T V ফুটেজ দেখে দুই জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। আটকদের নাম হলো শচীন শর্মা ও শুভম। ঘটনাস্থল থেকে শর্মাকে আটক করা হলেও শুভম পালিয়ে যায় কিন্তু পরে তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে শচীন শর্মা জানান, যে তিনি আসাদউদ্দিন ওয়াইসির বক্তৃতার জন্য তার ওপর ক্ষুব্ধ ছিলেন তাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। অভিযুক্ত শচীন শর্মার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
আসাউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ
More News- সোনামুখীতে DGSEI শাখার শুভ উদ্বোধন করলো বিডিও ও সোনামুখী থানার আইসি
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সোনামুখীতে DGSEI শাখার শুভ উদ্বোধন করলো বিডিও ও সোনামুখী থানার আইসি। ছাত্র-ছাত্রীদের উন্নত মানের শিক্ষা দিতে ও ডিজিটাল মাধ্যমে শিক্ষা দিতে DGSEI এর সোনামুখী শাখার শুভ উদ্বোধন হল । শনিবার এই শাখার শুভ উদ্বোধন করলেন সোনামুখী বিডিও দেবলীনা সর্দার ও সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য্য । করোনা পরিস্থিতিতে দীর্ঘ দুই বছর স্কুল-কলেজ বন্ধ ছিল। সেই সময়ে এই সংস্থার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের ডিজিটাল মাধ্যমে শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুভ উদ্বোধনের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে শনিবার একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে 130 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ছিল। Continue Reading