Saturday, December 7, 2024
- Advertisement -

আসানসোলে ধাদকায় গাড়ি সহ পাথর খাদানের জলে পড়ে গেল চালক- চলছে উদ্ধারের কাজ ।

- Advertisement -

 

কাজল মিত্র আসানসোল :- আসানসোল উত্তর থানা এলাকায় বেশ কিছু অবৈধ পাথর খাদান পুলিশের মদতে চলার অভিযোগ দীর্ঘদিনের।অভিযোগ সরাকারি পিচ রাস্তার তলা পযর্ন্ত কেটে নিয়েছে এই এলাকার বেশ কয়েকটি পাথর খাদানের মালিক। এই রাস্তা দিয়ে যাওয়ার সময়েই জলে পরিপুর্ন একটি বন্ধ পাথর খাদানে পড়ে গেল এক গাড়ি চালক। উদ্ধারকারি দল নেমেও এখনো খোঁজ পায়নি জলে পড়ে যাওয়া গাড়িটির।চালক ছাড়া গাড়িটিতে আর কত জন ছিলেন তাও এখনো পরিস্কার নয়।স্হানীয় সুত্র থেকে জানা গেছে উত্তর আসানসোলের ব্লু-ফ্যাক্টরি বড়পুকুরিয়া এলাকায় রয়েছে বেশ কয়েকটি বন্ধ জলে ভরা গভীর পরিত‍্যাক্ত পাথর খাদান।তার পাশ দিয়ে রয়েছে আসানসোলের সাথে যোগাযোগকারি পাকা রাস্তা।বাঁশের বেড়া বা পাঁচিল না থাকায় এই খাদান গুলিতে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কোন রকম হেল দোল নেই।কিছুদিন আগেই বন্ধুদের সাথে স্নান করতে নেমে

জলে ঢুবে মৃত‍্যু হয় এক কিশোরের।প্রশাসন সে সময় ফেন্সিংয়ের কথা বললেও আজো তা হয়নি।আর তার জেরেই গতকাল রাতে আসানসোল স্টেশনে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সুনীল হাঁসদা নামের এক চালক তার চার চাকা গাড়ি নিয়ে পড়ে যায় ঐ পাথর খাদানে।গাড়ির কাগজ পত্র জলে ভাসতে দেখে পরিবারের আশঙ্কা সুনীল গাড়ি নিয়ে পড়ে গেছে পাথর খাদানের জলে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় আসানসোল উত্তর থানায়। পুলিশ ঘটনাস্হলে এসে প্রাথমিক অনুসন্ধানের পর খবর দেয় উদ্ধারকারী দলকে।এই ঘটনার জেরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments