Tuesday, March 25, 2025
- Advertisement -

আসানসোল ডিআরএমকে চিঠি দিয়ে পূর্ব রেলের স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি।

- Advertisement -

কাজল মিত্র :- আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি একটি অত্যন্ত গুরুতর সমস্যার কথা দৃষ্টি আকর্ষণ করে আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএমকে একটি চিঠি লিখেছেন। তিনি তার চিঠিতে লিখেছেন যে 13 এপ্রিল, পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল পার্সোনেল অফিসারের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে জানা গেছে যে অন্ডাল এবং আসানসোলে অবস্থিত ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিকে আগামী শিক্ষা বর্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বলা হয়েছে। এই নোটিশে, এই স্কুলগুলিতে অধ্যয়নরত শিশুদের অভিভাবকদের তাদের পছন্দমতো অন্য কোনও স্কুলে তাদের সন্তানদের ভর্তি করার কথাও বলা হয়েছে। কিন্তু চৈতালি তিওয়ারি পূর্ব রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আসানসোলের ডিআরএমকে একটি চিঠি লিখেছেন।

তিনি জানান যে এভাবে রেলের স্কুল বন্ধ হলে আসানসোল ও অন্ডাল এলাকার শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাচ্ছে। তিনি বলেন, কয়েক দশক ধরে পূর্ব রেলওয়ের বিদ্যালয়গুলো এ এলাকার গর্ব এবং হাজার হাজার শিশু এসব বিদ্যালয়ে লেখাপড়া করে। এখন হঠাৎ করে আগামী শিক্ষাবর্ষে অন্য কোনো স্কুলে ভর্তির কথা বলা তাদের ওপর চরম অবিচার করা হবে। কারণ তারা অন্য স্কুলে ভর্তি হতে পারবে না। ইতিমধ্যে ওই স্কুলগুলোতে বিপুল সংখ্যক শিশু পড়াশুনা করছে। তিনি ডিআরএমকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং এই সিদ্ধান্তটি সরিয়ে নেওয়ার আবেদন জানান।

আসানসোল ডিআরএমকে চিঠি দিয়ে পূর্ব রেলের স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি।

MORE NEWS – পাণ্ডবেশ্বরে এক সদ্যোজাত শিশু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।

পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান:- পাণ্ডবেশ্বরে এক সদ্যোজাত শিশু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহী G.G.C কোলনের ঘাটাল পাড়ায়। তবে কে বা কারা এই শিশুটিকে ফেলে গিয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি। স্থানীয় সূত্রে জানা যায় যে, কুমারডিহীর G.G.C কলোনির খাটাল পাড়ার রাস্তার পাশে ওই সদ্যজাত শিশুটিকে পড়ে থাকতে দেখতে পায় কুসুম নামে ঐ এলাকার স্থানীয় এক মহিলা। তিনি তারপর খবর দেন স্থানিয় এক সিভিক ভোলেন্টিয়ার দেবদাস রাজবংশীকে খবর দিলে সে স্থানীয় পাণ্ডবেশ্বর থানায় খবর দেয়। এবং ঐ সিভিক ভলেন্টিয়ার তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে পান্ডেভস্বর থানায় খবর দেন। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments