কাজল মিত্র :-আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট। সন্দেহ জনক ভাবে একটি বোলেরো গাড়ি আটকাতেই তার ভেতরে বেশ কয়েকটি ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে টাকা দেখতে পায় পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। যদিও গাড়িতে থাকা চালক এবং অন্য আরেক যাত্রী বারবার মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কোনো নথি দেখাতে না পারার জন্য সমস্ত টাকায় বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোট ৯ লক্ষ টাকা ছিল ওই গাড়িতে। অন্যান্য দিনের মতো আজও বাংলা ঝারখড সীমান্তে ডুবুরি চেকপোস্টে চলছিল নাকা চেকিং এবং তখনই একটি বোলেরো গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি প্রথমে বলেন ধানবাদ থেকে গাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। পরে আরও নানান ভাবে বিভ্রান্ত করতে শুরু করেন পুলিশকে। এরপর পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়।
তল্লাশি চালাতেই গাড়ির মধ্যে বেশ কয়েকটি ব্যাগের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে টাকা রয়েছে। সেই টাকার কোনো নথি দেখাতে পারেনি গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা। জানা গিয়েছে গাড়ি চালকের নাম গোবিন্দ চৌধুরী এবং যিনি বসেছিলেন তাঁর নাম কমল কুমার। মূলত এই কমলকুমারের কাছ থেকে টাকা উদ্ধার হয় ৯ লক্ষ টাকা। যার কোনো নথি দেখাতে পারেনি কমলকুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি বিহারের আরা জেলা থেকে আসছিল এবং আসানসোলের জামুড়িয়া তে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কি কারনে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আপাতত সম্পূর্ণ টাকা সরকারি ট্রেজারিতে নিয়ে নেওয়া হয়েছে।এদিন উপস্থিত ছিলেন কুলটি থানার অধিকারিক কিষ্ণেন্দু দত্ত, চৌরাঙ্গিফাঁড়ির আধিকারিক অলকেশব্যানার্জী, এস এস টি টিমের সত্যবর্তঘোষ এছাড়া কুলটি ট্রাফিকগার্ডের পুলিশ।
আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্ট।
MORE NEWS – বিষ্ণুপুর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া:- মঙ্গলবার বিষ্ণুপুর থানা ঘেরাও করে রীতিমত বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা সর্মথকরা। বিজেপির দাবি গতকাল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা যেভাবে বিজেপি মহিলা ও পুরুষ বিধায়কদের উপর আক্রমণ করেছে তার প্রতিবাদে থানা ঘেরাও করে এই বিক্ষোভ। এদিনের এই বিক্ষোভে প্রায় 100 জন বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন। CONTINUE READING