Wednesday, December 4, 2024
- Advertisement -

আসানসোল লোকসভা উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে সব দল।

- Advertisement -

কাজল মিত্র:-  আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হবে আসানসোল লোকসভা উপনির্বাচন ভোট ।আর মাত্র হাতে গোনা দুটি দিন ।আর এই লোকসভা উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে সব দল। যার ফলে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার। একই ধারাবাহিকতায় শনিবার তৃণমূলের অন্যতম বড় নেতা অভিষেক ব্যানার্জি লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি মেগা রোড শো করেন।যে মেগা রোড শো টি আসানসোলের বিবি কলেজ থেকে শুরু হয়ে গির্জা মোড়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী পুনম সিনহা, মন্ত্রী মলয় ঘটক, কল্যাণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে রাস্তার দুপাশে উপস্থিত তৃণমূল সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন।

এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জি, ভি শিবদাসন দাসু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমাবেশে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্যেরও আয়োজন করা হয়। আরাধ্য লোকনৃত্যও পরিবেশন করছিলেন লোক শিল্পীরা। পাশাপাশি এই প্রচণ্ড গরমে সমাবেশে যোগদান কারীদের স্বস্তি দিতে ঠাণ্ডা পানীয় জলরও ব্যবস্থা করা হয়েছে। এই মেগা রোড শো চলাকালীন আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক তৃণমূল সমর্থক এসে অংশ নেন। অভিষেক ব্যানার্জির এই সমাবেশ আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূলের কর্মীদের মনোবল বাড়িয়েছে।

আসানসোল লোকসভা উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে সব দল।

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাভারত যুবলীগ মধ্যমগ্রাম কমিটির পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

অন্নপূর্ণা পাটে ওঠার আগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, মরণোত্তর চক্ষু এবং দেহ দানের অঙ্গীকারের মাধ্যমে সার্বিক সুস্থ ও নীরোগ থাকার প্রার্থনা।

ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত বকশি ডাঙ্গা বি,এফ,পি প্রাথমিক বিদ্যালয় স্কুল ঘরে সমস্যার ফলে ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলের বারান্দাতে ও গাছ তলাতে ক্লাস করানো হয়।

সমাবেশ চলাকালে এই কর্মীরা পুরো পথ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক ব্যানার্জি, মলয় ঘটক ও তৃণমূল জিন্দাবাদ স্লোগান দেন। গিরজা মোড়ের সভায় কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, আসানসোলে বিজেপি যা আবর্জনার মতো পড়ে আছে, এবারের নির্বাচনে তা পরিষ্কার করবে। নির্বাচনের পর ভোটের ফল আসতেই বিজেপির বাস্তবতা জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments