কাজল মিত্র :- বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রে ১ লক্ষ ৯৭ হাজার ভোটে তার বিরোধিকে পরাজিত করেছিলেন। কিন্তু এবার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সেই সমস্ত হিসেব – নিকেশ পাল্টে দিয়ে নতুন রেকর্ড গড়লেন ৩ লাখ ৫৪৩ ভোটে জয়ী হয়ে। এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা পেয়েছেন ৬ লাখ ৫২ হাজার ৫৮৬ টি ভোট। আসানসোল লোকসভা উপনির্বাচনে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিপুল মার্জিনে জয় লাভ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় দল বদলে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদটি থেকে ইস্তফা দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। নিয়ম অনুযায়ী সেই পদ পূরণের জন্য উপ নির্বাচন করা হয়। চলতি বছরের 12 এপ্রিল উপনির্বাচন হওয়ার পর আজ তার ফলাফল ঘোষণা। এই লোকসভা উপ-নির্বাচনের ভোট গণনা প্রায় ১৮ রাউন্ডের সম্পন্ন হয়। আসানসোল এ মোট সাতটি বিধান সভা রয়েছে যেগুলো আসানসোল উত্তর , আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ,জামুড়িয়া, পান্ডবেশ্বর, কুলটি, বারাবনি,।
এই সাতটি বিধানসভার মধ্যে প্রথম রাউন্ড থেকে ছয় রাউন্ড পর্যন্ত,দুই দলের মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিদ্বন্দ্বিতা ছিল। গণনার প্রথমদিকে বিজেপি গণনার প্রথম দিকে রানীগঞ্জ, আসানসোল দক্ষিন ও কুল্টি বিধানসভা গুলিতে বিজেপি এগিয়ে থাকলেও রাউন্ড বাড়ার সাথে সাথে বিজেপির সমস্ত আসা ভঙ্গ হতে শুরু করেছে। অবশেষে ১৮ রাউন্ড শেষে ফলাফল ঘোষণা হবার পরেই সাতটি বিধানসভার মধ্যে ৬টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ব্যাপক হারে জয়লাভ করে। আর এই প্রথম আসানসোল লোকসভা থেকে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয় এর উপহার তুলে দিলেন মাননীয়া মুখমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে।তবে একমাত্র কুল্টি বিধানসভা থেকে মাত্র ৪০০/টি ভোটে জয়লাভ করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার মোট প্রাপ্ত ভোট ৬৫৭২৬৪ এবং বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল এর মোট প্রাপ্ত ভোট ৩৫০১৯১,সিপিএম প্রার্থী পার্থ মুখার্জির ভোট সংখ্যা ৮৭৩৪৯,কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুঁই তনডি ভোট সংখ্যা ১৪৬৩৫।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের এই প্ৰথম আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয়।
এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে।
দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘন সিনহা কোন বিধানসভায় কত মার্জিনে জয়লাভ করেছে জামুড়িয়া বিধানসভা থেকে তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৫১২৯২ ভোটে অগ্নিমিত্রা পল কে হারিয়ে জয়লাভ করে অপরদিকে রানীগঞ্জ বিধানসভা থেকে তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৪৪০৪০ ভোট,পায় পান্ডবেশ্বর বিধানসভা থেকে ৯৫৪০৪, আসানসোল উত্তর বিধানসভা থেকে ১৬৪০০, আসানসোল দক্ষিন ২০৮০০, বারাবনি বিধানসভা থেকে ৭২৯৪৯ ভোটে তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ী হয়ে তবে কুল্টি বিধানসভা থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৪০০ ভোটে জয়ী হয়। অবশেষে তৃনমূল কংগ্রেসের শ্ত্রুঘ্ন সিনহা মোট ৩০৭০৭২ ভোট পেয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে নতুন সাংসদ পদের জন্য নির্বাচিত হল।