কাজল মিত্র :- সামনে লোকসভা উপনির্বাচন আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। তার আগেই আসানসোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ। সব রাজনৈতিক দলের থেকে প্রচার চলছে জোরকদমে।এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল কেও দেখা গেল বার্নপুর ইস্কো কারখানার গেটে নির্বাচনী প্রচারে। আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন যত সামনে এগিয়ে আসছে নির্বাচনের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে আসানসোলের লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল নির্বাচনী প্রচার সারলেন বার্নপুর ইস্কো কারখানার গেটে শ্রমিকদের সাথে বৈঠক করেন।তিনি বলেন ইস্কো সাথে আমার অনেক দিনের সম্পর্ক।ছোট বেলায় পরিবারের সঙ্গে ঘুরতে আসতাম। সাথে লিফলেট বিতরণ করেন। প্রসঙ্গত, আসন্ন ১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন। তাই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করছেন সব রাজনৈতিক দলের প্রার্থী। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ১ গণেশ মাড্ডি, সাধারণ সম্পাদক পঙ্কজ দাস, বাচ্চু ভান্ডারী,সুষমা মাজি ভান্ডারী, বিধান তেওয়ারি, অমিতাভ গরাই, সোমনাথ চ্যাটার্জী, দোলোন সাহানা সহ আরও কর্মকর্তারা। আসানসোল লোকসভা
আসানসোল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ।
MORE NEWS – যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য এবার “পারাবোলা” তৈরি হচ্ছে শিয়ালদহ স্টেশনে।
TV-20 বাংলা:- এবার যাত্রীদের জন্য প্রতীক্ষালয়ের সঙ্গে অতিরিক্ত উপহার ‘পারগোলা’ও মুক্তাঞ্চল। শিয়ালদহ স্টেশনের নতুন ভবনের ছাদের উপর তৈরি হচ্ছে এমনই সুন্দর মনোরম পরিবেশ। ফুলের বাগানের মাঝে থাকবে রংবেরঙের ছাতার সমাহার তথা পারগোলা। ফুরফুরে হাওয়া বা বৃষ্টি, তারই মাঝেই বসে খেতে পারবেন যাত্রীরা। তবে এই খাবার বাইরে থেকে এনেও খেতে পারেন
যাত্রীরা। শিয়ালদহের ডিআরএম এস পি সিং জানিয়েছেন, “ব্যবসার পাশাপাশি যাত্রীস্বাচ্ছন্দ্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই বিনামূল্যে এই যাত্রীদের বিশ্রামের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে।” বেশকিছু দিন আগেই শিয়ালদহ স্টেশনের পুরুনো রূপ বদলেছে। এবার নবরূপে সেজে উঠবে শিয়ালদহ স্টেশনটি। ১৪ নম্বর প্ল্যাটফর্মের ডানদিকে ১২ হাজার বর্গফুটের এই নবনির্মিত ভবনের দোতলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রতীক্ষালয় তৈরি হয়েছে। CONTINUE READING
দুই পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ।