Friday, December 6, 2024
- Advertisement -

ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যাবহারের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া :- কিছুদিন আগে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারনে গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং গত বৃহস্পতিবার গরু পাচার কান্ডে গ্রেফতার হয়েছে বীরভূমে বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। কেষ্ট মন্ডলের গ্রেফতারের পরে পরেই সুর চড়িয়েছে বিরোধি শিবির। এবার পালটা মিছিলে নামলো শাষক শিবির, আজ বাঁকুড়ার তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসকে পথে নামতে দেখা গেলো। শাষক তৃণমূলের পথে নেমে আন্দোলনের কারন বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে ইডি,সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যাবহার করছে।

এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষের সুরে শ্লোগান দিতে দিতে পথে দেখা গেলো তালডাংরা ব্লক তৃনমূল কংগ্রেসকে।যতদিন না নিরপেক্ষ ভাবে এই দুই তদন্তকারী সংস্থা তাদের চালাচ্ছে ততদিন তাদের এই প্রতিবাদ মিছিল চলবে বলে জানা গেছে। তাংলডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তারাশংকর রায় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান,আমরা ছোটো থেকে জেনে আসছি সিবিআই বা ইডির মতে সংস্থা নিরপেক্ষ তদন্ত করে আসে, কিন্তু এ ক্ষেত্রে যেন উলটোপুরান। তিনি এও জানান, পূর্ববর্তী সরকারও অর্থাৎ বামফ্রন্ট সরকার অনেক দুর্নীতিতে যুক্ত ছিল সেগুলো হয়তো প্রকাশ হয়নি সেভাবে, সঠিক তদন্ত হলে অনেক কিছু বেরিয়ে আসবে।

কেষ্টর গ্রেপ্তারির পরে সত্যিই কি অভিভাবকহীন হয়ে পরল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস? এটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শাসক দলকে এভাবে বেগ পেতে হবে তা কেই বা জানতো। এখন শুধু দেখার বিষয় অনুব্রত গ্রেফতারির পর বিরোধিদের অবস্থান কি থাকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments