Friday, December 6, 2024
- Advertisement -

ইন্ডিয়া ইউনিভার্সিটি অলিম্পিক 2021 খেলায়, মহিলা কারেটা মাইনাস ৫০ কেজি কুমতে বিভাগে ব্রোঞ্জ জিতলেন রঞ্জিতা সিনহা।

- Advertisement -

কাজল মিত্র:- খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি অলিম্পিক 2021 খেলায় মহিলা কেরাটা মাইনাস ৫০ কেজি কুমতে বিভাগে ব্রোঞ্জ জিতলেন রঞ্জিতা সিনহা। খেলাটি বেঙ্গালুরু জৈন ইউনিভার্সিটি তে30 এপ্রিল থেকে 02 মে পর্যন্ত তিনদিনের খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক হাসিল করেন। এর আগে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি কুরুক্ষেত্রে হরিয়ানার খেলায়
দেশের জন্য সিলভার অলিম্পিক পদক নিশ্চিত করে ফেলেছিলেন রঞ্জিতা। পশ্চিম বঙ্গ থেকে চিত্তরঞ্জন শহরের একমাত্র মেয়ে রঞ্জিতা সিনহা।তার প্রাইমারি পড়াশুনা চিত্তরঞ্জন থেকেই তবে এখন তিনি হরিয়ানার অল ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে B P E S স্পোর্টস অনার্স নিয়ে পড়াশুনা করছে। চিত্তরঞ্জন শহরের একমাত্র মেয়ে রঞ্জিতার এই পদক জয়ে খুশি চিত্তরঞ্জন বাসি সহ তার পরিজনেরা। রঞ্জিতা সিনহার পিতা রঞ্জিত কুমার সিনহা চিত্তরঞ্জন রেল শহরের কস্তুরবা গান্ধী হাসপাতালের কর্মচারী পদে রয়েছে।

তার ভাই রণবীর সিনহাও একই ভাবে এই কেরাটা খেলার সাথে যুক্ত। রঞ্জিতার পিতা রঞ্জিত সিনহা জানান তার মেয়ের প্রতি অনেক গর্ব বোধ হয়।বহুদিনের স্বপ্ন ছিল তার মেয়েকে কেরেটা চ্যাম্পিয়ন শিপ এক উঁচু জায়গায় দেখার। তবে তার মেয়ের ব্রোঞ্জ জেতার পর স্বপ্ন পূরণে অনেকটাই আসার আলো জলে উঠেছে। তার মা জানান এখনকার সমাজে ছেলে মেয়ে সবাই সমান তাই আমার পরিবারে একমেয়ে ও ছেলে রয়েছে দুজনকেই একই শিক্ষা দিয়ে আসছি। এমন নয় যে মেয়ে বলে কেরাটে, বক্সিং এসব শেখা মানা, বরঞ্চ এখনকার জন্যে তাদের এই শিক্ষা অনেকটাই আত্মরক্ষার কাজ ও করবে। রঞ্জিতার এসিস্ট্যান্ট কোচ জানান রঞ্জিতা এই সাফল্যের পেছনে তার মা ও বাবার সাথে সাথে প্রধান কোচ বিষ্ণু ভাগবান শর্মার অবদান অনেকটাই রয়েছে। যেভাবে তিনি চিত্তরঞ্জন শহরের এরিয়া 3 কমিউনিটি হলে সকলকে প্রশিক্ষণ দেন। রঞ্জিতার এই সাফল্য চিত্তরঞ্জন এর গর্ব।

ইন্ডিয়া ইউনিভার্সিটি অলিম্পিক 2021 খেলায়, মহিলা কারেটা মাইনাস ৫০ কেজি কুমতে বিভাগে ব্রোঞ্জ জিতলেন রঞ্জিতা সিনহা।

MORE NEWS – হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।

নদীয়া:-  শ্রীচৈতন্য জন্মভূমি এই নবদ্বীপ ধাম। বর্তমানে যা হেরিটেজ সিটি র তকমা পেয়েছে,। ভারত বর্ষ তথা গোটা বিশ্বের থেকে আতগ সারাবছরই কম বেশি পর্যটক ও তীর্থ যাত্রীদের সমাগম লেগেই থাকে এই শহরের। আর এই শহরে যাতায়াতের অন্যতম ও প্রধান যোগাযোগের মাধ্যম রেল পরিসেবা। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments