নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া:- ইন্দাস থানা গ্রাম রক্ষা বাহিনী কমিটির উদ্যোগে কালী পুজোর এবারের থিম নজরকাড়া। ইন্দাস ব্লকের পাশাপাশি বাঁকুড়া জেলার নজর কাড়ছে এই থিম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা পুজো দেখতে পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দাস থানা গ্রাম রক্ষা বাহিনীর পুজোর উদ্বোধনে আসেন বিষ্ণুপুর গ্রামীণ অ্যাডিশনাল এস পি গনেশ বিশ্বাস, বিষ্ণুপুর মহকুমার এস ডি পিও কুতুবউদ্দিন খান। তবে অ্যাডিশনাল এস পি গনেশ বিশ্বাস এক ক্ষুদে পড়ুয়াকে দিয়ে কালী পুজোর শুভ উদ্বোধন করান যা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি কমিটির উদ্যোগে এলাকার 350 জন অসহায় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়।
অসহায়-দুস্থ মানুষরা শীত বস্ত্র পেয়ে দারুণ খুশি। সকলেই ইন্দাস থানা গ্রাম রক্ষা বাহিনী কমিটির এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। বিষ্ণুপুর গ্রামীণ এডিশনাল এস পি গনেশ বিশ্বাস, বিষ্ণুপুর মহকুমার এস ডি পিও কুতুব উদ্দিন খান ছাড়াও উপস্থিত ছিলেন, সোনামুখী সি আই গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী , পাত্রসায়ের থানার ও সি বিদ্যুৎ কুমার পাল, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।
ইন্দাস থানা গ্রাম রক্ষাবাহিনী কমিটির উদ্যোগে দুঃস্থদের বস্ত্র বিতরণ
More News – নদীয়ায় ফের বিজেপিতে ভাঙ্গন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন
এদিনের যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন নবদ্বীপের পাঁচবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা এবং নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক নবদ্বীপ পৌর সভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলের কো- অর্ডিনেটর গন ও শহর তৃণমূলে কংগ্রেসের বিভিন নেতৃবৃন্দ। এ দিনের যোগদান মঞ্চের সভায় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা মাননীয় ভোলানাথ শিকদারের হাতে তৃণমূলের কং গ্রেসের পতাকা তুলে দিলেন। তৃণমূল কংগ্রেসে যোগদান কারি ভোলানাথ বাবু বলেন বিজেপি দলে থেকে কাজ করার সুযোগ না পাওয়ার কারণে এবং তৃণমূল কংগ্রেসের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন কাজ কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি এবং তার সহযোগীরা এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। Continue Reading