মোহেবুব মাসুম মুর্শিদাবাদ :- গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরখেরিতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের গাড়িতে পিষে মারে কয়েকজন কৃষককে। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন গুলি। অবিলম্বে কৃষক হত্যাকারী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের গ্রেফতার ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চলছে কৃষক সংগঠন গুলির প্রতিবাদ।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এসডিপিআই। এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় চলছে এসডিপিআই এর প্রতিবাদ।তাঁরই অংশ হিসাবে মঙ্গলবার এসডিপিআই এর পক্ষ থেকে মুর্শিদাবাদের ইসলামপুরে একটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এইদিন বিক্ষোভ মিছিল ইসলামপুর বাজার ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এইদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর বিধানসভার সভাপতি গোলাম হোসেন, এসডিপিআই এর নেতা মিকাইল সেখ, ঈসা সেখ প্রমুখ।
বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। দেশ জুড়ে বিজেপির ফ্যাসিবাদী কর্মকান্ডের সমালোচনা করা হয়। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগ ও তার ছেলের গ্রেফতার করে দৃষ্টানমূলক শাস্তির দাবি জানান।পাশাপাশি মৃত পরিবারদের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়। অন্যদিকে পুলিশ কর্মী সুরাপ হোসেনের উপর পুলিশি নির্যাতন ও পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।